Mukesh Ambani: লিভারপুল কিনতে ঝাঁপালেন মুকেশ আম্বানি
ইংল্যান্ডের ঐতিহ্যশালী ও ব্যাপক জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুল কিনতে ঝাঁপালেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। সব কিছু ঠিকঠাক থাকলে ঐতিহ্যের বিচারে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব কিনতে চলেছেন দুনিয়ার অষ্টম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি।
ইংল্যান্ডের ঐতিহ্যশালী ও ব্যাপক জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুল কিনতে ঝাঁপালেন ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি। সব কিছু ঠিকঠাক থাকলে ঐতিহ্যের বিচারে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব কিনতে চলেছেন দুনিয়ার অষ্টম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের ফ্র্যাঞ্চাইজি কেনা আম্বানির বরবারই ইচ্ছা ইউরোপের কোনও এক ফুটবল ক্লাবের মালিক হওয়ার।
অতীতে ম্যানচেস্টার সিটি সহ ইংল্যান্ডের বেশ কিছু ক্লাব কেনার দৌড়ে ছিলেন মুকেশ আম্বানি। কিন্তু সেসব কিছু হয়নি। রাশিয়ান থেকে আমেরিকান, এমনকী মধ্য প্রাচ্যের ধনকুবেরদের ইংল্যান্ডের ক্লাব কিনতে দেখা গিয়েছে। এবার লিভারপুলের মত ইউরোপের সেরা ক্লাবের মালিক হওয়ার দৌড়ে আছেন মুকেশ আম্বানি। অ্যানফিল্ড স্টেডিয়ামে মুকেশ আম্বানিকে কবে মালিক হিসেবে দেখা যায়, তার কাউন্টডাউন শুরু হল। যদিও ইংল্যান্ডের ফুটবল ক্লাব কেনার প্রক্রিয়াটা বেশ দীর্ঘ।
আরও পড়ুন-১২ বছর পর পোলার্ডকে ছাড়ছে মুম্বই ইন্ডিয়ন্স!
ঠিকঠাক থাকলে ১৯টি লিগ খেতাব ও ৬বার ইউরোপিয়ান কাপ জয়ী লিভারপুলের মালিক হচ্ছেন আম্বানি। গতবার চ্যাম্পিয়ন্স লিগের রানার্স লিভারপুলের কোচ হচ্ছেন য়ুরগেন ক্লপ। লিভারপুলে খেলা তারকা ফুটবলাররা হলেন মহম্মদ সালহা, আলিসন বেকার, রবার্ট ফারমিনো, লুইস দিয়াজ।
দেখুন টুইট
লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ এই ক্লাব বিক্রির ঘোষণা করেছে। এফসিজি ৪ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে চলেছে লিভারপুলকে।