Lionel Messi In Miami : ইন্টার মায়ামির ১০ নং জার্সিতে আত্মপ্রকাশ লিওনেল মেসির, মেসির জার্সি নিয়ে উন্মাদনা তুঙ্গে (দেখুন ছবি)
আগামী ২১ জুলাই মেসি মিয়ামির হয়ে প্রথম ম্যাচে খেলতে নামবেন। আমেরিকার মেজর সকার লিগে মেসির দলের অবস্থা ভাল নয়। ২২টি ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে, হার ১৪টি ম্যাচে। ১৮ পয়েন্ট পেয়ে সবার নিচে রয়েছে মিয়ামি।
অবশেষে প্রতীক্ষার অবসান। ইন্টার মায়ামির জার্সিতে আত্মপ্রকাশ হল লিওনেল মেসির (Lionel Messi)। ভারতীয় সময় সোমবার ভোরে আর্জেন্টাইন সুপারস্টারকে সমর্থকদের আনল মায়ামির ক্লাব। মেসিকে দারুণভাবে বরণ করে নিল তারা। মেসিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম এবং ছিলেন অন্যকর্তারা ।
মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে লিওনেল মেসি ফিরে পেয়েছেন তাঁর ১০ নম্বর লেখা জার্সি। দিনদুয়েক পরই মেজর সকার লিগে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে আর সেখানেই এই ১০ নং ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হবে মেসির। তার আগেই সেই জার্সি ঘিরে উন্মাদনা তুঙ্গে। জার্সি প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস এরই মধ্যে বাজারে নিয়ে এসেছে মেসির নামের জার্সি। যার দাম রাখা হয়েছে ২০০ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৬ হাজার টাকার কাছাকাছি।অ্যাডিডাস তিনটি আলাদা রঙের জার্সি (সাদা, গোলাপি ও কালো রঙের জার্সি) নিয়ে এসেছে। মেসির গায়ে ইতিমধ্যেই গোলাপি জার্সি দেখা গিয়েছে।
আগামী ২১ জুলাই মেসি মিয়ামির হয়ে প্রথম ম্যাচে খেলতে নামবেন। আমেরিকার মেজর সকার লিগে মেসির দলের অবস্থা ভাল নয়। ২২টি ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে, হার ১৪টি ম্যাচে। ১৮ পয়েন্ট পেয়ে সবার নিচে রয়েছে মিয়ামি। এই দলকেই এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ লিওর কাছে।