Kanpur test, Day 5: লাঞ্চের আগে আজ পড়ল না উইকেট, কিউইদের এখন আর চাই ২০৫ রান, ভারতের ৯টা উইকেট

কানপুরে (Kanpur Test) ভারত-নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিনে মাত্র ৪ রানে ১ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের (New Zealand)। আর পঞ্চম তথা শেষ দিনের লাঞ্চ পর্যন্ত কোনও উইকেট পড়ল না কিউইদের।

R Ashwin। (Photo Credits: IANS)

কানপুর, ২৯ নভেম্বর: কানপুরে (Kanpur Test) ভারত-নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিনে মাত্র ৪ রানে ১ উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের (New Zealand)। আর পঞ্চম তথা শেষ দিনের লাঞ্চ পর্যন্ত কোনও উইকেট পড়ল না কিউইদের। লাঞ্চ পর্যন্ত ভারতীয় বোলারদের হতাশ জনক পারফরম্যান্সে ম্যাচ এখন ৫০-৫০। লাঞ্চ বিরতিতে ১ উইকেটে ৭৯ রান নিউজিল্যান্ডের। ক্রিজে আছেন টম লাথাম ও সমারাভিল। নিউ জিল্যান্ডকে জিততে হলে এখন আর চাই ২০৫ রান, হাতে ৯ উইকেট। এখনও প্যাভিলিয়নে বসে রয়েছেন কেন উইলিয়ামসন।

অন্যদিকে, চতুর্থ দিনে ৫১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে গিয়েছিল ভারত (India)। লিড তখন মাত্র ১০০ রানের। সেখান থেকেই প্রথমে অশ্বিনকে নিয়ে, তারপর ঋদ্ধিমান সাহার সঙ্গে লড়ে দলকে উদ্ধার করেন শ্রেয়স আইয়ার। আরও পড়ুন: প্রথম ভারতীয় প্লেয়ার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের

অভিষেক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হলেন শ্রেয়স। তবে শ্রেয়সকেও যেন ছাপিয়ে গেল ঋদ্ধিমান সাহার ৬১ রানের অপরাজিত ইনিংস। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ, চোট পেয়ে বাইরে যাওয়ার পর ঋদ্ধিমান পরের টেস্টে সুযোগ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল।

সেখান থেকে ঋদ্ধি চেনালেন কেন তিনি ফাইটার হিসেবে থেকে যাবেন। অক্ষর প্যাটলকে নিয়ে অষ্টম উইকেটে ঋদ্ধি যোগ করেন অতি গুরুত্বপূর্ণ ৬৭ রান। তার আগে সপ্তম উইকেটে শ্রেয়স-ঋদ্ধি যোগ করেন ৬৪ রান। ঋদ্ধি যখন নেমেছিলেন তখন ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১০৩ রান। আর তিনি যখন অপরাজিত অবস্থায় মাঠ ছাড়লেন তখন ভারতের স্কোর ৭ উইকেটে ২৩৪ রান।