Khelo India Youth Games 2023: যুব খেলো ইন্ডিয়া গেমস এবার ভোপালে, জানুন কবে থেকে শুরু
এবার পালা যুব খেলো ইন্ডিয়া গেমসের। ভারতের ছাত্র-যুবদের জন্য কেন্দ্রীয় সরকারে উদ্যোগে হতে চলা এই গেমস এবার আয়োজিত হবে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে।
এবার পালা যুব খেলো ইন্ডিয়া গেমসের (Khelo India Youth Games 2023 )। ভারতের ছাত্র-যুবদের জন্য কেন্দ্রীয় সরকারে উদ্যোগে হতে চলা ইউথ খেলো ইন্ডিয়া গেমস এবার আয়োজিত হবে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। আগামী ৩০ জানুয়ারি, সোমবার থেকে ভোপালে শুরু হতে চলা যুব খেলো ইন্ডিয়া-র উদ্বোধন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
২১ হাজার দর্শকের উপস্থিতিতে হতে চলা এই গেমসের উদ্বোধনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ১৩ দিন ধরে চলবে এই গেমস। সমাপ্তি অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারি। আরও পড়ুন-কুস্তিগিরদের সমস্যা সমাধানে মেরি কমের নেতৃত্বে তদারকি কমিটি গঠন করল ক্রীড়ামন্ত্রক
দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ১০ হাজার ছাত্র ও যুব ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। মোট ২৭টি ডিসিপ্লিনের খেলা হবে। অনুর্ধ্ব ১৭ স্কুল ও অনুর্ধ্ব ২১ কলেজ পড়ুয়াদের নিয়ে হবে এই গেমস। এই গেমসের সেরা হাজার জন ছাত্রছাত্রীদের পাঁচ লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হবে। আট বছর ধরে দেওয়া হবে এই স্কলারশিপ। যাতে তারা আন্তর্জাতিক স্তর ও ইভেন্টগুলিতে খেলতে পারে।