Jasprit Bumrah: ১১ মাস পর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে বুমরাকে! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ফিরছেন তারকা পেসার
দীর্ঘ ১১ মাস পর জাতীয় দলের জার্সিতে ফের দেখা যেতে চলেছে ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাকে।
দীর্ঘ ১১ মাস পর জাতীয় দলের জার্সিতে ফের দেখা যেতে চলেছে ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)কে। গত বছর সেপ্টেম্বরে হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে শেষবার টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যায় বুমরাকে। এরপর টি টোয়েন্ট বিশ্বকাপ থেকে আইপিএলে খেলতে পারেননি ২৯ বছরের তারকা পেসার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হয়নি তাঁর। বুমরার অভাব দারুণরকম অনুভূত হয়।
অবশেষে চোট সারিয়ে বুমরা জাতীয় দলে ফিরছেন। সব ঠিক থাকলে আগামী মাসে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে বুমরাকে খেলতে দেখা যাবে। আগামী ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডে গিয়ে কয়েক মাস আগে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন তারকা জোরে বোলার। নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন তাঁর অস্ত্রোপচার করেছিলেন। এররপর চোট সারিয়ে এনসিৃএ-তে প্রশিক্ষণ করে ম্যাচ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুমরা। আরও পড়ুন-এবার টিম ইন্ডিয়ার নেতৃত্বে সূর্যকুমার যাদব!
দেখুন টুইট
আয়ারল্যান্ড সিরিজে বুমরাকে দেখে নিয়ে এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ, তারপর দেশের মাটিতে বিশ্বকাপে খেলানোর পরিকল্পনায় টিম ইন্ডিয়ার ম্যানজমেন্ট। সূত্রের খবর, বুমরা এখন নেটে টানা ৬-৭ ওভার বল করতে পারছেন। তবে গতবারের মত এবার দ্রুত ফেরার চেষ্টায় ফিটনেস রুটিন নিয়ে ভুল করতে চাইছেন না বুমরা।