ISL 2023-24 NE vs MFC: রবিবার আইএসএল অভিযান শুরু মুম্বই সিটির, প্রতিপক্ষ নর্থ ইস্ট

রবিবার অসমের গুয়াহাটিতে এবারের আইএসএলে অভিযান শুরু করছে নর্থ ইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে রাত আটটায় মুখোমুখি নর্থ ইস্ট ও মুম্বই সিটি।

ISL Trophy (Image: ISL)

রবিবার অসমের গুয়াহাটিতে এবারের আইএসএলে অভিযান শুরু করছে নর্থ ইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে রাত আটটায় মুখোমুখি নর্থ ইস্ট ও মুম্বই সিটি। ক মাস আগে ডুরান্ড কাপে দারুণ খেলে সেমিফাইনালে উঠেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। গ্রুপে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠে ইন্ডিয়ান আর্মিকে হারিয়েছিস হুয়ান পেদ্রো বেনালির কোচিংয়ে খেলা নর্থ ইস্ট। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ২-২ থাকার পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে টাইব্রেকারে হেরেছিল নর্থ ইস্ট। ডুরান্ডের ফর্ম ধরে রেখেই আইএসএলে নামতে চান নর্থ ইস্টের কোচ। ডিফেন্স নিয়ে চিন্তা কম থাকলেও গোল করার লোক নিয়ে কিছুটা চিন্তকায় নর্থ ইস্ট। এবার খেতাব জিততে মরিয়া উত্তর পূর্ব ভারতের এই দল।

অন্যদিকে, ২০২০-২১ মরসুমের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের লক্ষ্যে নামছে। এবার ডুরান্ডে গ্রুপের তিনটি ম্যাচের তিনটিতেই দুরন্ত খেলে জিতেছিল দেস বাকিংহ্যামের কোচিংয়ে খেলা মুম্বই। কিন্তু কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের দুরন্ত ফুটবলের কাছে উড়ে ১-৩ হেরে বিদায় নিয়েছিল মুম্বই সিটি। গতবার আইএসএলে রাউন্ড রবীন লিগে ২০টা-র মধ্যে ১৪টি-তে জিতে ৪৬ পয়েন্ট পেয়ে সবার আগে ছিল মুম্বই। কিন্তু সেমিফাইনালে দুই লেগের সাক্ষাতে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ড্র হওয়ার পর সাডেন ডেথে হারতে হয়েছিল মুম্বইকে। এবার সেমিফাইনালে হারের জ্বালা ভুলে খেতাব জিততে মরিয়া মুম্বই সিটি। নর্থ ইস্টকে হারিয়ে এবারের আইএসএলের শুভ সূচনা চান মুম্বইয়ের কোচ। আরও পড়ুন- বিশ্বকাপ জয়ীর ঝুলিতে ৩৩ কোটি টাকা! জানুন প্রাইজ মূল্যের সম্পূর্ণ তালিকা

কবে, কোথায় হবে আইএসএসএলে নর্থ ইস্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ

আগামী ২৪ সেপ্টেম্বর, রবিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ

কখন থেকে শুরু হবে খেলা

ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু ম্যাচ

টিভিতে কোন চ্যানেলে দেখা যাবে খেলা

স্পোর্টস ১৮ চ্যানেলে ইংরেজি কমেন্ট্রিতে, ডিডি বাংলায় বাংলা ভাষায় ধারাভাষ্যে সরাসরি দেখা যাবে খেলা। হিন্দি ধারাবিবরণীতে সরাসরি দেখা যাবে 'স্পোর্টস ১৮ খেল' নামের চ্যানেলে।

অনলাইনে কোথায় দেখা যাবে খেলা

জিও সিনেমায় সরাসরি বিনামূল্যে দেখা যাবে খেলা