IPL 2023 Auction: ৫০ লাখেই রাজা হাসিল! মুকাদ্দার কা সিকান্দার পঞ্জাবে

টি-২০ বিশ্বকাপে সহ চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে থাকা জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজা-কে নিয়ে আইপিএলের নিলামে সবার আগ্রহ ছিল।

File image of IPL Auction (Photo Credits: Twitter/IPL 2020 Auction)

কোচি, ২৩ ডিসেম্বর: টি-২০ বিশ্বকাপে সহ চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে থাকা জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজা-কে নিয়ে আইপিএলের নিলামে সবার আগ্রহ ছিল। ম্যাচ জেতানো ইনিংস খেলার ক্ষমতা রাখেন, স্পিন বোলিংয়েও কার্যকরী। রাজা তাই আইপিএলের নিলামে মুকাদ্দার কা সিকান্দার হতে পারেন এমন আন্দাজ ছিলই। তবে শেষ অবধি জিম্বাবোয়ের তারকা রাজার নিমালে তেমন একটা দর উঠল না। ৫০ লক্ষ টাকায় রাজাকে নিলামে কিনল পঞ্জাব কিংস। এই প্রথম আইপিএলে খেলবেন রাজা।

তেতেন্দা তাইবুকে বাদ জিম্বাবোয়ের ক্রিকেটাররা সেভাবে আইপিএল খেললেনি। আন্তর্জাতিক ক্রিকেটের ফর্মটা রাজা আইপিএলে নিয়ে এসে কতটা চমকে দিতে পারেন সেটাই দেখার।

আরও পড়ুন-IPL 2023 Auction Ben Stokes: ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস

এদিকে, ২ কোটির বেস প্রাইজে নিলামে নেমে ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে কিনে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ইংল্যান্ডের এই ক্রিকেটার দারুণ ফর্মে রয়েছেন, বিশ্বকাপে জয়ের সবচেয়ে বড় কারণ তিনি। গত বার রাজস্থান রয়্যালস কিনেছিল তাঁকে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগে খেলার সুযোগের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ ক্রিকেটার এবং ভারতের ঘরোয়া ক্রিকেট সার্কিটের সব ক্রিকেটারদের নিলামে তোলা হচ্ছে।

আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি তাদের আকাঙ্খা এবং অবশ্যই বাজেট অনুযায়ী সেরা ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডারদের উপর হাত রাখতে লড়াই করছে। ফ্র্যাঞ্চাইজিগুলো যে ৪০৫ জন খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ করবে, তাদের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং বাকি ১৩২ জন বিদেশি, associate nations থেকে চারজন সহ। ১০টি ফ্র্যাঞ্চাইজির মোট ৮৭টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ৩০টি বিদেশি ক্রিকেটারের জায়গা রয়েছে।