IPL 2025 Final: কলকাতা থেকে সরে আইপিএলের মেগা ফাইনাল আমেদাবাদের মোদী স্টেডিয়ামে, প্লে অফ প্রীতি গড়ে, নিশ্চিত করল BCCI

গত চার বছরের মধ্যে তিনবার আইপিএলের ফাইনালের আয়োজন হতে চলেছে মোদী স্টেডিয়ামে।

Audience in Narendra Modi Stadium (Photo Credit: Crivketopia/ X)

IPL 2025 Play-Off Schedule: জল্পনাতেই সিলমোহর পড়ল। কলকাতা থেকে সরে গুজরাটের আমেদাবাদে চলে গেল আইপিএলের ফাইনাল। ইডেন গার্ডেন্সে নয়, আগামী ৩ মে আইপিএলের ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি-তে জানানো হল আবহাওয়ার পূর্বাভাস ও অন্যান্য প্যারামিটারের কথা মাথায় রেখে আইপিএলের ফাইনাল কলকাতা থেকে সরিয়ে আমেদাবাদে করা হল।  কলকাতার পাশাপাশি প্লে অফ সরানো হল হায়দরাবাদ থেকেও। এবার প্লে অফের দুটি ম্যাচ হবে নিউ চণ্ডিগড়ের স্টেডিয়াম মুল্লানপুর (Mullanpur Stadium)-এ।

প্রীতি গড়ে প্লে অফ

আগামী ২৯ মে কোয়ালিফায়ার ওয়ান ও ৩০ মে কোয়ালিফায়ার টু-র ম্যাচটি হবে প্রীতি জিন্টার দল কিংস পঞ্জাবের হোম গ্রাউন্ডে। আর পয়লা জুন এলিমেনিটর ও ৩ জুন ফাইনালের দুটি ম্যাচ হবে মোদী স্টেডিয়ামে। কলকাতা নাইট রাইডার্স লিগ পর্ব থেকে ছিটকে গেলেও ইডেনে ফাইনাল হলে হোম টিমের খেলার সম্ভাবনা ছিল না। এই কারণের জন্য এর আগে কখনও আইপিএলের ফাইনালের ম্যাচের স্থান পরিবর্তন হয়নি। এমনকী বৃষ্টি হতে পারে ফাইনালের স্থান পরিবর্তন হয়েছে এমনও এর আগে হয়নি আইপিএলে। আইপিএলের গতবারের চ্যাম্পিয়ন দলের শহরেই হয় ফাইনাল, এই রীতি এবার ভাঙল। বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে থেকে সরিয়ে বিরাট কোহলিদের আগামী শুক্রবার সান রাইজার্স হায়দরাবেদর ম্যাচটি সরে গেল লখনৌয়ের একানা স্টেডিয়ামে।

২০১৫ সালে শেষবার আইপিএলের ফাইনাল কলকাতায় হয়েছিল

ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতির কারণে আইপিএল এক সপ্তাহ বন্ধ ছিল। সব ঠিক থাকলে, আগামী ২৫ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হত আইপিএল ২০২৫-এর ফাইনাল। কিন্তু আইপিএল বন্ধের পর ফের শুরু হতেই ইডেন থেকে ফাইনাল সরানোর কথা শোনা যায়। জুনের শুরুতে কলকাতায় বৃষ্টি হতে পারে সে কারণে আমেদাবাদে সরানো হবে আইপিএল ফাইনাল। এমন জল্পনা শুরু হয়। তবু সিএবি কর্তারা আশায় ছিলেন, শেষ পর্যন্ত দশ বছর বাদে কলকাতায় হবে আইপিএল ফাইনাল। কিন্তু জল্পনাই সত্য়ি হল।  ২০১৫-র পর আইপিএলের ফাইনাল ইডেনে আয়োজন হওয়ার অপেক্ষা বাড়ল। গতবার নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায়, এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ গত ২২ মার্চ আয়োজিত হয়েছিল। কলকাতায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছিল।

বিশ্বকাপের ফাইনাল থেকে ভারত-পাক ম্যাচ, আইপিএলের কোহিনুর ম্যাচ সবই এখন মোদী স্টেডিয়ামে

এর আগে ২০২২ ও ২০২৩ আইপিএলের ফাইনাল আয়োজিত হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালও মোদী স্টেডিয়ামেই হয়। সেই বিশ্বকাপে ভারত-পাক হাইপ্রোফাইল ম্যাচও আমেদাবাদেই হয়েছিল। এখন দেশের বড় টুর্নামেন্টের বেশীরভাগ ম্য়াচই আমেদাবাদে হয়। একটা সময় যেটা মুম্বই বা কলকাতার মত ঐতিহ্যবাহী স্টেডিয়ামে হত।

IPL 2025 final and Qualifier 2 to take place in Ahmedabad, Mullanpur Stadium gets Qualifier 1 and Eliminator

আইপিএল ২০২৫ প্লে অফের সূচি

কোয়ালিফায়ার ১, ২৯ মে, নয়া চণ্ডিগড় (মুল্লানপুর)

লিগের এক নম্বর বনাম দুই নম্বর দল

(জিতলে সরাসরি ফাইনালে, হারলে এলিমিনেটরে)

কোয়ালিফায়ার ২, ৩০ মে, নয়া চণ্ডিগড় (মুল্লানপুর)

লিগের তিন নম্বর বনাম চার নম্বর দল

(জিতলে এলিমিনেটরে, হারলে বিদায়)

এলিমিটেনটর,১ জুন, আমেদাবাদ

কোয়ালিফায়ার ২-র জয়ী বনাম কোয়ালিফায়ার ১ পরাজিত

(জিতলে ফাইনালে, হারলে বিদায়)

মেগা ফাইনাল, ৩ জুন, আমেদাবাদ

কোয়ালিফায়ার ওয়ানে জয়ী দল বনাম এলিমিনেটরে জয়ী দল।

কোন চারটি দল প্লে অফে খেলবে

গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ন্স/দিল্লি ক্যাপিটালস।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement