IPL 2022: আজ কলকাতা-রাজস্থান ম্যাচ কোথায়, কখন, কীভাবে সরাসরি দেখবেন

আইপিএলে আজ, সোমবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। এই ম্যাচে যারাই জিতবে তারা লিগ তালিকায় প্রথম চারে উঠে আসবে।

KKR Team Bus (Photo Credits: Twitter)

মুম্বই, ১৮ এপ্রিল: আইপিএলে আজ, সোমবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। এই ম্যাচে যারাই জিতবে তারা লিগ তালিকায় প্রথম চারে উঠে আসবে। শ্রেয়স আইয়ার বনাম সঞ্জু স্যামসন, আন্দ্রে রাসেল বনাম জোস বাটলার, নারিন বনাম চাহাল। একের পর এক দ্বৈরথ অপেক্ষা করছে এই ম্যাচে। তা ছাড়া আইপিলের ইতিহাস বলে কলকাতা-রাজস্থান ম্যাচ সব সময়ই আকর্ষণীয় হয়ে থাকে।

এই ম্যাচটাকে মূলত রাজস্থানের ব্যাটিংয়ের সঙ্গে কলকাতার বোলিংয়ের মনে করা হচ্ছে। কলকাতা ৬ ম্যাচে ৩টে জিতে, ২টো-তে হেরে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, কলকাতার থেকে একটা ম্যাচ কম খেলে রাজস্থান ৬ সংগ্রহ করেছে।

কবে, কোথায় আয়োজত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ

১৮ এপ্রিল, সোমবার মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা-রাজস্থান

কটা থেকে শুরু হবে ম্যাচ

ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টায় শুরু হবে এই খেলা

কোন কোন ক্রিকেটারদের দিকে নজর থাকবে

কলকাতা- শ্রেয়স আয়ার, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উমেশ যাদব।

রাজস্থান- জোস বাটলার, সঞ্জু স্যামসন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।

টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ১-ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা। তবে ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে যাবে সন্ধ্যা ৬টা থেকেই

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল, কম্পিউটার, ট্যাব, স্মার্ট টিভির মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সরাসরি দেখানো হবে খেলা।