IPL 2022 Retention Live Streaming Online in IST: কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখল, যেভাবে সরাসরি দেখতে পাবেন

ক দিন পরেই আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম। আগামী বছর আইপিএলে খেলতে দেখা যাবে আরও দুটি নতুন দলকে। তার আগে আটটি ফ্র্যাঞ্চাইজিকে ঠিক করতে হবে, তার কোন কোন ক্রিকেটারদের ধরে রাখবে। যাদের ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের আসন্ন নিলামে কেনা যাবে না।

IPL Trophy. (Photo Credits: Twitter/IPL)

ক দিনের সব জল্পনা শেষ হতে চলেছে। আজ রাতেই জানা যাবে কোন কোন ক্রিকেটারদের তাদের দলে রেখে দিচ্ছে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিগুলি। ক দিন পরেই আইপিএলে মেগা নিলাম। দুটি নতুন  দল আইপিএলে যোগ হচ্ছে। তাই এবার আইপিএলের নিলামে (IPL Auction) প্রায় সব ক্রিকেটারদের তোলা হচ্ছে। কেবলমাত্র কয়েকজনকে ছাড়া। তারা কারা? সেটাই জানা যাবে আজ রিটেনশানে।

সূত্রের খবর, এম এস ধোনি, জাদেজা আর ব্রাভোকে ধরে রাখছে চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মা,  জশপ্রীত বুমরারকে ধরে রাখছে মুম্বই ইন্ডিয়ন্স। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ধরে রাখছে সুনীল নারিন আর আন্দ্রে রাসেল। বিরাট কোহলিকে ধরে রাখছে আরসিবি। তবে এসবই জল্পনা, বা সূত্রের খবর। আসলটা কী জানা যাবে আজ রাতে।  আরও পড়ুন:   'ইস রে'টেস্টে 'বাহ রে' রেকর্ড! দেখুন কানপুরে নজিরের সব হিসেব

আইপিএল ২০২১ রিটেনাশন কী?

ক দিন পরেই আয়োজিত হবে আইপিএলের মেগা নিলাম। আগামী বছর আইপিএলে খেলতে দেখা যাবে আরও দুটি নতুন দলকে। তার আগে আটটি ফ্র্যাঞ্চাইজিকে ঠিক করতে হবে, তার কোন কোন ক্রিকেটারদের ধরে রাখবে। যাদের ধরে রাখবে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের আসন্ন নিলামে কেনা যাবে না।

কবে, কখন হবে আইপিএল ২০২১-এর রিটেনশান 

আজ, মঙ্গলবার ৩০ নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় হবে এই রিটেনশান পর্ব

টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে আইপিএল রিটেনশান পর্ব

আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্ কে রিটেনশান পর্ব ভারতীয় সময় রাত ৯.৩০টা থেকে সরাসরি দেখানো হবে। তার আগে ও পরে হবে আইপিএলের আসন্ন মেগা নিলাম নিয়ে বড় আলোচনা চক্র।

অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে এই রিটেনশান

ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে।