GT vs RR, Live Streaming: ইডেনের টিকিট পাননি! ঘরে বসেই যেভাবে সরাসরি দেখবেন গুজরাট-রাজস্থান ম্যাচ
আজ ১৪ মে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে কোয়ালিফায়ার ওয়ানে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। এই ম্যাচে যারা জিতবে, তারা সরাসরি ফাইনালে উঠবে।
কলকাতা, ২৪ মে: আজ, মঙ্গলবার কলকাতায় আইপিএলের মেগা ম্যাচ। দীর্ঘদিন বাদে কলকাতায় আয়োজিত হতে চলেছে আইপিএলের ম্যাচ। কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি লিগ পর্যায়ে সেরা দুটি দল-গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। হার্দিক পান্ডিয়ার গুজরাট লিগ পর্যায়ে ১৪টি খেলে ১০টি-তে জিতেছিল, যেখানে রাজস্থান জিতেছিল ৯টা-তে। দুটি দলই ধারাবাহিকভাবে ভাল খেলেছে। তবে লিগ পর্যায় অতীত, প্লে অফ মানে নতুন করে শুরু সব কিছু।
ইডেনের চোখ আজ থাকবে রাজস্থানের জোস বাটলার-এর দিকে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল রবীচন্দ্রন অশ্বিন , যুজবেন্দ্র চাহাল আর কেকেআর-এর প্রাক্তনী প্রসিধ কৃষ্ণার দিকে। আবার ঘরের দুই ছেলে গুজরাট টাইটান্সের ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি-র দিকেও নজর থাকবে । হার্দিক পান্ডিয়া, রশিদ খান আর ফিনিশার রাহুল তেওয়াতিয়া নামলে ইডেনের দর্শকরা যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন সেটাও স্বাভাবিক।
খাতায় কলমে দেখলে একটু হলেও রাজস্থান এগিয়ে। তবে ম্যাচ উইনারের সংখ্যার বিচারে আবার এগিয়ে গুজরাট। রাজস্থানের সুবিধা হল জোস বাটলার একবার ছন্দে চলে এলে চাপ নেই। অলরাউন্ডার অশ্বিন, অদিনায়ক সঞ্জু স্যামসন, চাহালের ঘূর্ণি, বোল্টের পেস ভোল্টও থাকছে। আর সেখানে গুজরাট তাকিয়ে থাকবে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং, রশিদ খানের স্পেলের ওপর। শেষ পাতে রাহুল তেওয়াতিয়ার ঝড়ো ব্যাটিং তো থাকছেই।
কবে, কখন, কোথায় আয়োজিত হবে আইপিএল ২০২২-র কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ
আজ ১৪ মে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে কোয়ালিফায়ার ওয়ানে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস। এই ম্যাচে যারা জিতবে, তারা সরাসরি ফাইনালে উঠবে। আর হারলে বিদায় নিতে হবে না, বরং ফাইনালে ওঠার আর একটু সুযোগ থেকে খেলবে শুক্রবার কোয়ালিফায়ার টু-তে।
টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে এই খেলা
আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি পাশাপাশি দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় সরাসরি দেখানো হবে ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার সিলেক্ট এইচডি ওয়ানে সরাসরি দেখানো হবে খেলা। খেলা শুরু সাড়ে সাতটা থেকে। তবে খেলার কভারেজ শুরু সন্ধ্যা ৬টা থেকে।
অনলাইনে কীভাবে সরাসরি দেখাবেন খেলা
ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেলে ফল কী হবে
আইপিএলের প্লে অফে কোনও রিজার্ভ ডে নেই। তাই খেলা ভেস্তে গেলে ঠিক হবে, লিগ পর্যায়ে কারা আগে ছিল, তারাই পরের রাউন্ডে উঠবে। মানে যেহেতু লিগ পর্যায়ে গুজরাট টাইটান্স শীর্ষে ছিল, আর রাজস্থান ছিল দু নম্বরে, তাই আজ ম্যাচ ভেস্তে গেলে হার্দিক পান্ডিয়ারা ফাইনালে উঠবেন।
দু দলের সম্ভাব্য একাদশ
গুজরাট-ঋদ্ধিমান সাহা, শুবমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, সাই কিশোর, যশ দয়াল, লোকি ফার্গুসন মহম্মদ সামি,
রাজস্থান- জোস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদূত পাদিক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবীচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল
পিচ কেমন
ব্যাটসম্যানদের সহায়ক পিচ। তবে শুরুতে সিমাররা সুবিধা পেতে পারেন। প্রথমে ব্যাট করে ১৭০+রান জয়ের জন্য যথেষ্ট হতে পারে।