PT Usha On Wrestlers Protest: রাস্তায় নেমে কুস্তিগীরদের প্রতিবাদ শৃঙ্খলাভঙ্গের পরিচয়, বলছেন পিটি উষা
বৃহস্পতিবার নয়াদিল্লিতে বেশ কিছুদিন ধরে চলা কুস্তিগীরদের বিক্ষোভ সম্পর্কে এই মন্তব্যই করলেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা।
রাস্তায় (Streets) নেমে কুস্তিগীররা (Wrestlers) যে প্রতিবাদ (protest) করছেন তা শৃঙ্খলাভঙ্গের (indiscipline) পরিচয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে (New Delhi) বেশ কিছুদিন ধরে চলা কুস্তিগীরদের বিক্ষোভ সম্পর্কে এই মন্তব্যই করলেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা (IOA President PT Usha)।
এপ্রসঙ্গে পিটি উষা বলেন, "ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌন হেনস্থা (sexual harassment) সংক্রান্ত অভিযোগের মীমাংসা করার জন্য একটি কমিটি রয়েছে। তাই রাস্তার উপরে প্রতিবাদ না করে বিক্ষোভকারী কুস্তিগীরদের উচিত ছিল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আসার। কিন্তু, তাঁরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে আসেননি। এটা শুধু কুস্তিগীরদের জন্য নয় গোটা ক্রীড়া (Sports) ব্যবস্থার জন্যই ভালো নয়। ওদের কিছুটা অন্তত শৃঙ্খলা থাকা উচিত।" আরও পড়ুন: Huge Crowd For CSK Tickets: দেখুন, চেন্নাইয়ে ধোনির আগামী ম্যাচের টিকিটের জন্য বিপুল ভিড়