Ravichandran Ashwin: টেস্টে ভারতের তিন বড় রানের জয়ে অশ্বিনের অবদান নজির গড়ল

এ যেন বিধাতার লেখা। যে রবিচন্দন অশ্বিনকে (Ravichandan Ashwin) ইংল্যান্ড সিরিজে (England Series) একটা ম্যাচও খেলানো হয়নি, সেই অশ্বিনই কাকতালীয় হলেও সত্যি- রানের বিচারে ভারতের তিনটে সবচেয়ে বড় জয়ের তিনটিতেই অশ্বিন ম্যান অফ দ্য সিরিজ (Man of the Series) হয়েছেন।

Ravi Ashwin celebrates fall of a wicket. (Photo Credits: PTI)

মুম্বই, ৭ ডিসেম্বর: এ যেন বিধাতার লেখা। যে রবিচন্দন অশ্বিনকে (Ravichandran Ashwin) ইংল্যান্ড সিরিজে (England Series) একটা ম্যাচও খেলানো হয়নি, সেই অশ্বিনই কাকতালীয় হলেও সত্যি- রানের বিচারে ভারতের তিনটে সবচেয়ে বড় জয়ের তিনটিতেই অশ্বিন ম্যান অফ দ্য সিরিজ (Man of the Series) হয়েছেন। হ্যাঁ এটাই সত্যি।

রানের বিচারে বড় তিনটে জয় দেখে নেওয়া যাক -

১) ২০২১ : মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে ৩৭২ রানে জয়

২) ২০১৬: কিউয়িদের বিরুদ্ধেই ইন্দোরে ৩২১ রানে জয়

৩) ২০১৫: ৩৩৭ রানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লিতে জয়

শুধু কি তাই দেশের মাটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে হরভজন সিংকে টপরকে ভারতের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন অশ্বিন, পৌঁছে গিয়েছেন দ্বিতীয় স্থানে থাকা কপিল দেবেরও খুবই কাছে। আরও পড়ুন: ‘ওয়ান টু কা ফর...’ গানে নাচলেন বিরাট কোহলি, দেখুন ভাইরাল ভিডিয়ো

৩৫ বছর বয়সী ভারতীয় স্পিনার বিশেষত ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা একটা ছোট্ট পরিসংখ্যানই স্পষ্ট করে।

উল্লেখ্য, টেস্টের কোনও ইনিংসেই পাঁচ উইকেট না নিয়েও বহু ভারতীয় বোলাররা সম্ভাব্য সর্বাধিক আট উইকেট নিয়েছেন সেই ম্যাচে। সেই তালিকাতেও পরিসংখ্যানের বিচারে অশ্বিন সেরা। তামিলনাড়ু স্পিনারের থেকে কম রান দিয়ে পাঁচ উইকেট না নিয়েও ম্যাচে আট উইকেট নেওয়া কোনো ভারতীয় বোলারারের পরিসংখ্যানই অশ্বিনের থেকে বেশি ভাল নয়।