Tokyo Paralympics 2020: টেবিল টেনিসের ফাইনালে হার, প্যারালিম্পিক্স থেকে রুপো নিয়ে আসছেন ভাবিনা প্যাটেল

সোনা এল না , প্যারালিম্পিক্সে রুপো পেয়েই সন্তুষ্ট থাকলে হল ভারতের ভাবিনা প্যাটেলকে। টেবিল টেনিসের ফাইনালে তিনি চিনা প্রতিদ্বন্ধীর কাছে আজ হেরে যান।

ভাবিনা প্যাটেল

সোনা এল না , প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) রুপো পেয়েই সন্তুষ্ট থাকলে হল ভারতের ভাবিনা প্যাটেলকে। টেবিল টেনিসের মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর চিনের ইং ঝউয়ের কাছে তিনি হেরে যান। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১।

গতকালই সেমিফাইনালে চিনের মিয়াও ঝাংকে ৩-২ গেমে হারিয়ে রুপো নিশ্চিত করেছিলেন ভাবিনা। খেলার ফল ছিল ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরিস্লাভা রানকোভিচ পেরিচের বিরুদ্ধে নামেন ভাবিনা। বিশ্বের ২ নম্বর সার্বিয়ার প্রতিদ্বন্দ্বীকে ভাবিনা ৩-৯ গেমে হারিয়ে ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত করেন। তাই তাঁর সোনা জেতার ব্যাপারে দেশবাসী আশায় বুক বেঁধেছিল। তবে সেটা না হলেও রুপো ঘরে নিয়ে আসছেন তিনি।

মেয়ের সাফল্য ভাবিনার বাবা হাসমুখভাই প্যাটেল বলেন, "ভাবিনা আমাদের গর্বিত করেছে। আমরা তাঁকে দারুনভাবে স্বাগত জানাব।"