Indian Hockey Team: অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না, বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে সেমিতে হার ভারতের, ব্রোঞ্জ ম্যাচে প্রতিপক্ষ স্পেন
হিলা কুস্তিতে ইতিহাসের পর হকিতে রূপকথা লেখা হল না। সেমিফাইনালে ভিনেশ ফোগাত পারলেও, হরমনপ্রীত সিংরা একটুর জন্য পারলেন না।
মহিলা কুস্তিতে ইতিহাসের পর হকিতে রূপকথা লেখা হল না। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াইয়ের পরেও শেষরক্ষা হল না ভারতীয় হকি দলের। টোকিও-র মত প্যারিস অলিম্পিকের সেমিফাইনালেও হারতে হল ভারতীয় পুরুষ হকি দলকে। ৪৪ বছর পর অলিম্পিক হকির ফাইনালে খেলা হল না ভারতের এদিন জার্মানির বিরুদ্ধে একবার এগিয়ে থেকে, আরেকবার সমতায় ফিরেও হরমনপ্রীতরা ২-৩ হারলেন। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিং-য়ের করা গোল থেকে এগিয়ে যায় ভারত। ম্যাচের ২৩ মিনিটে বির্তকিত পেনাল্টি থেকে গোল হজম করে ভারত। এরপর চার মিনিট বাদেই মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন গঞ্জালো পিলেট। খোঁচা খাওয়া বাঘের মত গোলশোধের মরিয়া চেষ্টায় সফল হয় ভারত।
৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচ ২-২ করেন সুখজিত সিং। এরপর জার্মানরা এগিয়ে যাওয়ার চেষ্টায় আক্রমণে ঝাঁঝ বাড়ায়। কিন্তু গোলকিপার শ্রীজেশ ও ডিফেন্ডারদের মরিয়া চেষ্টায় জার্মানরা বারবার আটকে যায়। তবে ভাগ্য সহায় ছিল না ভারতের। খেলার শেষের দিকে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো মিল্টকাউ। আরও পডুন-দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিকের ফাইনালে ভিনেশ ফোগাট, প্য়ারিসে চতুর্থ পদক নিশ্চিত ভারতের
জার্মানদের দুনিয়া চেনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের জন্য, এদিন ভারতীয় দল যেন তাদের প্রতিপক্ষদের লড়াকু তকমাটা ছিনিয়ে নিল। তবে এত লড়াইয়ের পরেও শেষরক্ষা হল না। গত বছর ওডিশায় এসে হকি বিশ্বকাপ জিতেছিল জার্মানি, এবার ভারতকে হারিয়ে আট বছর পর অলিম্পিকের ফাইনালে উঠল জার্মান-রা। শনিবার ফাইনালে জার্মানির সামনে নেদারল্যান্ডস। যে ডাচরা সেমিতে ৪-০ হারায় স্পেনকে। আর গতবারের মত এবারও ব্রোঞ্জ জিতলে হলে হরমনপ্রীত-শ্রীজেশদের হারাতে হবে স্পেনকে।
প্রসঙ্গত, পুরুষদের হকিতে এর আগে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ২০২০ টোকিও গেমসে ভারতের কাছে ব্রোঞ্জ জয়ের ম্যাচে হেরে ২০ বছর পর পদকহীন হয়েছিল জার্মান। এবার ভারতকে হারিয়ে সেই শোধটা তুলে নিল জার্মানরা।