Indian Football Schedule in 2023: ২০২৩ সালে ভারতীয় ফুটবলের যত খেলা, জানুন সূচি

এএফসি এশিয়ান কাপ ২০২৩: ১৬ জুন থেকে ১৭ জুলাই-এর মধ্যে চিনে হওয়ার কথা ছিল এএফসি এশিয়ান কাপ। কিন্তু করোনার কারণে চিন সরে আসায় এএফসি এশিয়ান কাপ এবার হবে কাতারে।

Team India. (Photo Credits: Twitter)

এএফসি এশিয়ান কাপ ২০২৩: ১৬ জুন থেকে ১৭ জুলাই-এর মধ্যে চিনে হওয়ার কথা ছিল এএফসি এশিয়ান কাপ। কিন্তু করোনার কারণে চিন সরে আসায় এএফসি এশিয়ান কাপ এবার হবে কাতারে। যে কাতারে ক দিন আগে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। কাতারে সেই সময় মারাত্মক গরম থাকায়, এবং আয়োজক দেশ অন্য একটি টুর্নামেন্টে খেলায় ব্য়স্ত থাকায় এ বছর হবে না এএফসি এশিয়ান কাপ। ২০২৪-র গোড়ায় কাতারে হতে পারে এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্ট।

ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ কোয়ালিফায়ার: ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ সালের এশিয়ান কাপের যোগ্যতাপর্বের খেলা একই সঙ্গে হবে। ১২ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ডের খেলা। তার আগে হবে ড্র। ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে ৪৮টি দেশ খেলায় এশিয়ার দেশগুলির কোটা বাড়ছে।

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩: ২০২৩ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপের। ২৩-র সাফ ফুটবল আয়োজন করতে পারে শ্রীলঙ্কা।  ২০২১ সালে শেষবার আয়োজিত সাফ ফুটবলে ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ: ২০২৩ সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। এএআইএফএফ পরিকল্পনা করছে শীর্ষ সারির দলগুলির সঙ্গে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করার। তবে এখনও ঠিক হয়বনি ২০২৩ সালে ভারতীয় দল কাদের বিরুদ্ধে কোথায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।

আইএসএল: আইএসএল এখন মাঝপথে। সব দল এখনও পর্যন্ত ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে। মুম্বই সিটি (২৭ পয়েন্ট) সবার আগে আছে। এটিকে মোহনবাগান (২০ পয়েন্ট) আছে দুইয়ে। ৯ নম্বরে আছে ইস্টবেঙ্গল (৯)। ২০২৩-র মার্চের শেষে হবে আইএসএল ফাইনাল।

আই লিগ: এর মধ্যে চলবে আই লিগও। আই লিগে এখন পয়েন্ট তালিকায় শীর্ষে শ্রীনিদি ডেকান (১৯)। মার্চে শেষ হবে এবারের আই লিগ। তারপর অক্টোবরে শুরু হবে আই লিগের নয়া মরসুম।

সুপার কাপ:

মহিলাদের ফুটবল লিগ:

এএফসি কাপ ২০২২-২৩:

এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ: