INDW vs BANW Tie ODI: বাংলাদেশের বিরুদ্ধে টাই হরমনপ্রীতদের ওয়ানডে, ট্রফি শেয়ার দুই দেশের
ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টাই হয়ে গেল। শনিবার মীরপুরে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের তিন বল বাকি থাকতে ভারতের শেষ ব্যাটার মেঘনা সিংকে বোল্ড করে দেন বাংলাদেশের মুরফা আখতার।
ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টাই হয়ে গেল। শনিবার মীরপুরে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচের তিন বল বাকি থাকতে ভারতের শেষ ব্যাটার মেঘনা সিংকে বোল্ড করে দেন বাংলাদেশের মুরফা আখতার। তখন স্কোরবোর্ডে লেখা- বাংলাদেশ ২২৫, ভারত ২২৫। টাই হওয়ার সুবাদে ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজে ১-১ শেষ হল। ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে হরমনপ্রীত কৌরদের হারিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল মহিলাদের ওয়ানডে-তে বাংলাদেশের প্রথম জয়। এরপর দ্বিতীয় ওয়ানডে-তে জেতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এদিন তৃতীয় ওয়ানডে টাই হল।
বাংলাদেশের মহিলাদের ক্রিকেটে এদিন ইতিহাস হল। বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেন ফারগানা। ইনিংসের শেষ বলে ফারগানা যখন রান আউট হন, তখন তাঁর ব্যক্তিগত রান ১০৭। বেশ ধীরগতির ক্রিকেট খেলে পুরো ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (৫৯) ভাল খেললেও বাকিরা একেবারে ব্যর্থ হন। শেফালি ভর্মা (৪) থেকে যশ্বিতা ভাটিয়া (৫), অধিনায়িকা হরমনপ্রীত কৌর (১৪) থেকে দীপ্তি শর্মা (১)-রা একেবারেই খেলতে পারেননি। কিন্তু সিরিজ জয়ের ম্যাচে দারুণ খেলতে থাকেন হরলিন দেওল (৭৭)। হরলিন যখন আউট হন তখন ভারত জয় থেকে ৩৫ রান দূরে, হাতে ৪৮ বল আর ৫ উইকেট। আরও পড়ুন-বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি ফারগানা হকের
দেখুন টুইট
জেমাইমা রডগিরেজ ক্রিজে থাকায় এই ম্যাচ বেরিয়ে যাবে বলে আশা ছিল। কিন্তু অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারছিলেন না। শেষ ওভারে জিততে হলে ভারতকে তিন রান করতে হত, হাতে ছিল ১ উইকেট। শেষ ওভারের প্রথম দুটি বলে এক রান করে নেন মেঘনা ও জেমাইমা। কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান ভারতের একাদশতম ব্যাটার মেঘনা (৬)। ৩৩ রানে অপরাজিত থেকে যান জেমাইমা। টানটান উত্তেজনায় শেষ হয় ভারত-বাংলাদেশ মহিলাদের ওয়ানডে ম্যাচ ও সিরিজ। আইপিএলের ধাঁছে WPL চালু হওয়ার পর ভারতের মহিলা ক্রিকেটে এখন প্রচুর অর্থ। নিলামে স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত-রা তো ৩ কোটি টাকার দর ওঠে। সেখানে বাংলাদেশের ক্রিকেটে এখনও মূলত অপেশাদার। বাংলাদেশে হরমনপ্রীতদের ওয়ানডে সিরিজ জিততে না পারাটা বেশ হতাশার।