India Women's National Cricket Team Schedule: ৪ অক্টোবর থেকে দুবাইয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

পুরুষদের পর এবার মহিলাদের পালা। পুরুদের পর এবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের পালা। বাঙালির দুর্গাপুজোর মাঝে চলবে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ।

Photo Credit_Twitter

মুম্বই, ২৬ অগাস্ট: 2024 ICC Women's T20 World Cup পুরুষদের পর এবার মহিলাদের পালা। পুরুদের পর এবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের পালা। বাঙালির দুর্গাপুজোর মাঝে চলবে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। অক্টোবর থেকে সংযুক্ত আরবআমিরশাহিতে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপের নবম সংস্করণ। প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিততে ঝাঁপাবেন হরমনপ্রীত কৌর-রা (India Women's National Cricket Team)। দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে সরে আরব মুলুকে আয়োজিত হচ্ছে এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ।

দশটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। গ্রুপ এ-তে আছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও স্কটল্যান্ড। গ্রুপ থেকে দুটি করে দেশ সেমিফাইনালে উঠবে। ভারতের গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াই মূলত অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে হবে। যদিও এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার অঘটন ঘটিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আরও পড়ুন- লজ্জার হারে পয়েন্টে কাটার জরিমানার কাঁটা পাকিস্তানের, শাস্তি পেল বাংলাদেশও

৪ অক্টোবর, দুবাইয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহিলাদের কুড়ি কুড়ির বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। ৬ অক্টোবর, দুবাইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীত কৌর-রা। গ্রুপে ভারতের শেষ দুটি ম্যাচ শ্রীলঙ্কা (৯ অক্টোবর) ও অস্ট্রেলিয়া (১২ অক্টোবর)। গত বছর দক্ষিণ আফ্রিকায় আয়োজিত মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে বিদায় নিয়েছিল ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা দল।

২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দলের গ্রুপ লিগের ক্রীড়াসূচি-

৪ অক্টোবর- নিউ জিল্যান্ডের বিরুদ্ধে, দুবাইয়ে

৬ অক্টোবর- পাকিস্তানের বিরুদ্ধে, দুবাইয়ে।

৯ অক্টোবর- শ্রীলঙ্কার বিরুদ্ধে, দুবাইয়ে।

১২ অক্টোবর-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, শারজায়।

(সব কটি ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ থেকে শুরু)

সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল-৯ অক্টোবর, দুবাই।

দ্বিতীয় সেমিফাইনাল- ১৩ অক্টোবর, শারজা।

( খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)

ফাইনাল

২০ অক্টোবর। দুবাইয়ে।

( খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)

(প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। অনলাইনে সরাসরি বিনামূল্য দেখানো হবে ডিজনি+হটস্টারে।)