T20 World Cup: বৃষ্টি থামতেই 'জয় ভারত', রাহুলের থ্রো-আর্শদীপদের বোলিংয়ে বাংলাদেশকে হারিয়ে সেমির পথে রোহিতরা
টি-২০ বিশ্বকাপে দারুণ জয় ভারতের। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে হারের মত জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতল টিম ইন্ডিয়া। ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ ওভারে বিনা উইকেটে একটা সময় করেছিল ৬৬ রান।
অ্যাডিলেড, ২ নভেম্বর: টি-২০ বিশ্বকাপে দারুণ জয় ভারতের। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে হারের মত জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ৫ রানে জিতল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ ওভারে বিনা উইকেটে একটা সময় করেছিল ৬৬ রান। সেই সময় নামে বৃষ্টি। বৃষ্টি না থামলে হেরে যেতে ভারত। কিন্তু বৃষ্টি থামার পর খেলা শুরু হয়। সেই সময় বাংলাদেশকে জিততে হলে করতে হত ১৬ ওভারে ১৫১ রান। বৃষ্টি থামার খেলা শুরু হতে বাংলাদেশ আর ৫৪ বলে ৮৫ রানে, হাতে দশ উইকেট। কিন্তু সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেল পাঁচ রানে।
লোকেশ রাহুলের একটা থ্রোয়ে লিটন দাস রান আউটটাই বড় ফারাক গড়ে দিল। এই ম্যাচ জেতায় ভারত গ্রুপ শীর্ষে উঠে গেল। রোহিতদের পয়েন্ট দাঁড়াল ৪ ম্যাচে ৬। ভারতের শেষ ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। আরও পড়ুন-বিরাটের অর্ধশতরানে ভর করে বড় রান ভারতের, বাংলাদেশকে জিততে গেলে করতে হবে ১৮৫
দেখুন টুইট
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা (২)-র উইকেট হারায় ভারত। তবে কেএল রাহুল (৩২ বলে ৫০), বিরাট কোহলি (৪ বলে ৬৪ অপরাজিত) দারুণ খেলে দলকে ভাল জায়গায় নিয়ে যান। রাহুল ৩টি বাউন্ডারি, ৪টি ওভার বাউন্ডারি মারেন। বিরাট ১টি ওভার বাউন্ডারি, ৮টি বাউন্ডারি হাঁকান। বিরাট-রাহুল যুগলবন্দিতে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ১৮৪ রান।