IND vs ZIM 2nd ODI: ঘুরিয়ে নাক দেখানো জয় ভারতের, জিম্বাবোয়েতে ওয়ানডে সিরিজ লোকেশ রাহুলদের পকেটে

জিম্বাবোয়েতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতল ভারত। যদিও গত ম্যাচের মত এদিন হারারাতে লোকেশ রাহুলদের জয়টা মোটেও সহজ হল না।

Sanju Samson (Photo Credits: IANS)

হারারে, ২০ অগাস্ট: জিম্বাবোয়েতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতল ভারত। যদিও গত ম্যাচের মত এদিন হারারাতে লোকেশ রাহুলদের জয়টা মোটেও সহজ হল না। মাত্র ১৬১ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেটে হারিয়ে কষ্টার্জিত জয় পেল টিম ইন্ডিয়া। ফলে এই প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ জিতলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে একেবারে অনায়াসে ১৮৯ রান তাড়া করতে নেমে, মাত্র ৩০.৫ ওভারে বিনা উইকেটেই তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।

কিন্তু এদিন, শিখর ধাওয়ানের সঙ্গে শুবমন গিলের জায়গায় লোকেশ রাহুল ওপেন করতে নেমে যেন সবটা এলোমেলো হয়ে গেল। এশিয়া কাপের আগে কামব্যাক ম্যাচে রাহুলের (১) ব্যাটে রান এল না। গত ম্যাচে দারুণ খেলা ধাওয়ান (৩৩), গিল (৩৩) এদিন সেট হয়েও আউট হলেন। আরও পড়ুন-এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শাহিবন আফ্রিদি, পরিবর্তে হাসান আলি

দেখুন  টুইট

মিডল অর্ডারে রান পেলেন না ইশান কিষাণ (৬)। ৯৭ রানে ৪ উইকেট হারিয়েছিল ভারত। এরপর পঞ্চম উইকেটে দীপক হুডা-সঞ্জু স্যামসন ৫৮ রান যোগ করেন। হুডা (২৫) শেষের দিক আউট হওয়ার পর অক্ষর প্যাটেল (৬ অপ)-কে নিয়ে ম্যাচ ও সিরিজ বের করে আনেন সঞ্জু স্যামসন (৩৯ বলে ৪৩ অপারিজত)। তবে পাঁচ উইকেট হারলেও ভারত মাত্র ২৫.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সঞ্জুর ব্যাট থেকে আসে দারুণ ৪টে ওভার বাউন্ডারি। ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক শার্দুল ঠাকুরয যিনি দীপক চাহারের পরিবর্তে এই ম্যাচে খেললেন।

এদিন, প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ৩৮.১ ওভারে মাত্র ১৬১ রানে অল আউট হয়ে গেল। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ে প্রথম ম্যাচে ৪০.৩ ওভারে ১৮৯ রানে অল আউট হয়েছিল, ভারত সেই রানটা মাত্র ৩১তম ওভারে বিনা উইকেটেই তুলে নিয়েছিলেন। প্রথম ম্যাচের মতই ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করেন আফ্রিকার গরীব এই দেশের ব্যাটাররা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লোকেশ রাহুল। এদিন, দীপক চাহারের জায়গায় খেলে শার্দুল ঠাকুর ৩৮ রানে ৩ উইকেট তুলে নেওয়ার দারুণ একটা স্পেল করলেন। ভারতের ৬জন বোলারই উইকেট পেলেন। মাত্র ৩৮.১ ওভারে শেষ হলে সিকান্দার রাজাদের ইনিংস। ভারতীয়দের শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ের সামনে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত চাপে থাকলেন জিম্বাবোয়ের ব্যাটার-রা।