India vs Zimbabwe, 2nd ODI Live Streaming: আজ সিরিজ জেতার ম্যাচে রাহুলরা, সরাসরি বিনামূল্যে কীভাবে দেখবেন ভারত-জিম্বাবোয়ে ম্যাচ

প্রথম ম্যাচে একেবারে সহজ জয়ের পর, জিম্বাবোয়েতে আজ, শনিবার সিরিজ জেতার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া।

Kl Rahul

হারারে, ২০ অগাস্ট- প্রথম ম্যাচে একেবারে সহজ জয়ের পর, জিম্বাবোয়েতে আজ, শনিবার সিরিজ জেতার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। হারারেতে লোকেশ রাহুলের দলের কাছে একেবারেই দুর্বল দেখিয়েছে জিম্বাবোয়েকে। বাংলাদেশের বিরুদ্ধে সিকান্দার রাজা-রা দারুণ খেললেও, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে একেবারেই ফ্লপ টিম জিম্বাবোয়ে। এবার দেখার আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রাজা ব্রিগেড দারুণ কিছু করে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে কি না।

টিম  ইন্ডিয়ার আজ লক্ষ্য থাকবে, দলের ব্যাটারদের সবার সুযোগ পাওয়ার দিক। গত ম্যাচে শিখর ধাওয়ান, শুবমন গিল ওপেন করতে নেমে কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৯২ রান তুলে নিয়েছিলেন। ফলে দশ উইকেটে জয় এলেও, এশিয়া কাপের আগে লোকেশ রাহুল ব্যাট করার সুযোগই পেলেন  না। আরও পড়ুন-থামল বদ্রুর লড়াই, চলে গেলেন সমর বন্দ্যোপাধ্যায়

আগামী ২৮ অগাস্ট, এশিয়ার কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রাহুলের ম্যাচে ব্যাট করা খুবই প্রয়োজনীয়। আজ,সেই দিকেই তাকিয়ে সবাই।

ভারতের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), ইশান কিষাণ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), দীপক হুডা, অক্ষর প্যাটেল, দীপক চাহার, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ।

ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কবে, কখন হবে?

ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আজ ২০ অগাস্ট, শনিবার খেলা হবে। ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে খেলা হবে।

কটা থেকে শুরু হবে ম্যাচ?

আজ, শনিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা। ১২টা ১৫ মিনিটে হবে টস।

ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখা যাবে?

সোনি টেন ১, সোনি টেন ৩ এবং সোনি সিক্সে ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ?

সোনি লিভ অ্যাপে ভারত বনাম জিম্বাবোয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।