টসে জিতে প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ, কুলদীপ যাদবের পরিবর্তে আজ খেলছেন চাহাল
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামছে ক্যারিবিয়ান দল। আজ জিতলেই টি টোয়েন্টি-র পর ওয়ানডে সিরিজে জিতবে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে অপরাজিত টিম ইন্ডিয়া। আজ সিরিজ জয়ের ম্যাচে প্রথম একাদশে নেওয়া হল যুজবেন্দ্র চাহালকে। কুলদীপ যাদবের পরিবর্তে চাহালকে সুযোগ দেওয়া হল।
পোর্ট অফ স্পেন, ১৪ অগাস্ট: ভারত (India) -ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামছে ক্যারিবিয়ান দল। আজ জিতলেই টি টোয়েন্টি-র পর ওয়ানডে সিরিজে জিতবে টিম ইন্ডিয়া (Team India)। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে অপরাজিত টিম ইন্ডিয়া। আজ সিরিজ জয়ের ম্যাচে প্রথম একাদশে নেওয়া হল যুজবেন্দ্র চাহালকে। কুলদীপ যাদবের পরিবর্তে চাহালকে সুযোগ দেওয়া হল। বাকি দল একই থাকল। তার মানে লোকেশ রাহুল আজও খেলছেন না।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। কেমো পল ও ফাবিয়ও অ্যালেন দলে এসেছেন। বিশ্বকাপে খালি হাতে ফেরার পর প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নেমে বিরাট কোহলির দল সিরিজ জয়ের মুখে। আরও পড়ুন-সন্ধ্যায় বিরাট কোহলির দাপুটে সেঞ্চুরি, রাতে ভূবি-র বল হাতে আগুন
রবিবার, সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কোহলির পাশাপাশি ভাল ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। আজ শিখর ধাওয়ানের কাছে বড় রানের আশা করা হচ্ছে। কারণ বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর রানের মধ্যে নেই ধাওয়ান।
ওয়ানডে সিরিজে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার সুযোগ কোহলিদের। ২২ অগাস্ট থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দু টেস্টের সিরিজ দিয়ে বিরকাট কোহলির দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু হচ্ছে।
এক নজরে আজ দু দলের প্রথম একাদশ-
ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কেদার যাদব (Kedar Jadhav),রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), মহম্মদ শামি (Mohammed Shami), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), খলিল আহমেদ (Khaleel Ahmed)।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: ক্রিস গেইল (Chris Gayle), এভিন লুইস (Evin Lewis), সাই হোপ (Shai Hope), শিমরন হেটমেয়ার (Shimron Hetmyer), নিকোলাস পুরান (Nicholas Pooran),রোস্টন চেজ (Roston Chase), জেসন হোল্ডার (Jason Holder), কার্লোস ব্রেথওয়েট (Carlos Brathwaite), ফাবিয়ান অ্যালেন (Fabian Allen), কেমার রোচ (Kemar Roach), কেমো পল (Keemo Paul)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)