Asian Games Cricket 2023: মহিলাদের ক্রিকেটে সোনা জেতার ম্যাচে ভারতের সামনে শ্রীলঙ্কা
আরও একবার এশিয়ান মঞ্চের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হল না। ক দিন আগে পুরুষদের এশিয়া কাপের ফাইনালে ভারত খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে।
আরও একবার এশিয়ান মঞ্চের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হল না। ক দিন আগে পুরুষদের এশিয়া কাপের ফাইনালে ভারত খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবার এশিয়ান গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেটের ফাইনালে ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কাল, সোমবার ভারতীয় সময় সাড়ে ১১টা শুরু হতে চলা ভারত-শ্রীলঙ্কা মহিলাদের ক্রিকেটে সোনা জেতার ম্যাচের আগে , ভোরেব্রোঞ্জ জয়ের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-বাংলাদেশ।
রবিবার মহিলাদের টি-২০ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে স্মৃতি মন্ধনার নেতৃত্বে খেলা ভারত ৮ উইকেটে হারায় বাংলাদেশকে। বাংলাদেশকে মাত্র ৫১ রানে অল আউট করেছিল ভারতের মেয়েরা। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৭৫ রানে বেঁধে রাখার পর শ্রীলঙ্কা ২১ বলে হাতে রেখে জিতল ৬ উইকেটে।
দেখুন এক্স
২০১৪ সালে ইঞ্চিয়নে এশিয়ান গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেটের খেলা হয়েছিল। কিন্তু ভারত তাতে দল পাঠায়নি। গতবার মহিলাদের এশিয়ান গেমসে সোনা জিতেছিল শ্রীলঙ্কা, রুপো জেতে আফগানিস্তান, আর ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৮ জার্কাতা এশিয়াডে ক্রিকেট বাদ পড়েছিল। ২০১০ গোয়াংঝৌ প্রথমবার এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। মহিলাদের টি-২০-তে এশিয়ান গেমসের প্রথম ক্রিকেট বিভাগে ঐতিহাসিক সোনা জিতেছিল বাংলাদেশ, রুপো জেতে আফগানরা, আর ব্রোঞ্জ পায় পাকিস্তান। সেবারও ভারত অংশ নেয়নি। সেই হিসেবে এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেটে পদক জেতা আজ, রবিবার নিশ্চিত করলেন স্মৃতি মন্ধনা, শেফালি ভর্মা-রা। আরও পড়ুন-'মনে হয় না ব্যাটসম্যানকে আউট করার পর ফিরিয়ে আনা ভালো', ইশ সোধির ঘটনায় লিটনের সমালোচনায় তামিম
চলতি এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। প্রথমবার এশিয়াডে ক্রিকেটে সোনা জয়ের হাতছানি ভারতের সামনে। চারটি কোয়ার্টার ফাইনালই বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ব়্য়াঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠেছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। মহিলাদের ক্রিকেট শেষ হলেই শুক্রবার থেকে হাংঝৌ এশিয়ান গেমসে শুরু হবে পুরুষদের টি-২০ ক্রিকেট।