India vs South Korea, Hockey Semifinal, Asian Games Live Streaming: ফাইনালে জায়গা করতে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ভারত, সরাসরি দেখবেন যেখানে

ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়

Indian Hockey Team (Photo Credit: TOISports/ X)

এশিয়ান গেমস ২০২৩-এ এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ভারতীয় পুরুষ হকি দল। বুধবার প্রথম সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে অধিনায়ক হরমনপ্রীত সিং-এর নেতৃত্বাধীন ভারতীয় দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে পুল পর্ব শেষ করে ভারত। পুল 'এ'র পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট পেয়েছে ভারত। হরমনপ্রীতের মতে, প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার ব্যাপারে সতর্ক দল। ইতিবাচক মানসিকতা নিয়েই কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে নামবে তারা। এখনও পর্যন্ত পুল পর্বের ম্যাচে হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেছে। পাঁচ ম্যাচে ৫৮ গোল করে মাত্র পাঁচটি গোল হজম করেছে তারা। এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় পুরুষ হকি দল সোনা জিততে মরিয়া। এই জয়ে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত হবে। India vs Thailand Kabaddi, Asian Games 2023: এশিয়ান গেমস কাবাডির গ্রুপ পর্বে থাইল্যান্ডের বিপক্ষে ৬৩-২৬ ব্যবধানে জয় ভারতের

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস?

৪ অক্টোবর হাংঝুর গংশু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে (Gongshu Canal Sports Park Stadium, Hangzhou) ২০২৩ এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি দল।

কখন থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস?

ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস

সরাসরি টিভিতে ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস ভারতে দেখবেন সোনি স্পোর্টসে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি সেমিফাইনাল, ২০২৩ এশিয়ান গেমস

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি লিভ (Sony Liv) অ্যাপে।