India vs South Africa live streaming: কীভাবে সরাসরি দেখবেন গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ

টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় একটা সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ আজ গুয়াহাটিতে।

Rohit Sharma (Photo: Twitter)

টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বড় একটা সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ আজ গুয়াহাটিতে। কেরলে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৬ রানে অল আউট করে, দু উইকেটে সেই রান তাড়া করে অনায়াসে জেতে ভারত। গান্ধী জয়ন্তীতে গুয়াহাটির টি২০ ম্যাচ তাই টিম ইন্ডিয়ার কাছে সিরিজ জয়ের। আর রোহিত শর্মা-রা হেরে গেল সিরিজ গড়াবে মঙ্গলবার ইন্দোরে শেষ ম্যাচে।

গুয়াহাটিতে দল নিয়ে কোনও রকম পরিবর্তনের পথে হাঁটছে না টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে পরিবর্তনের প্রশ্ন নেই। কেরল টি২০-তে দীপক চাহার, আর্শদীপ সিং অনবদ্য বল করেছেন। অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিনও দারুণ বল করেন। চোট সারিয়ে অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরে হর্ষল প্যাটেল একেবারে খারাপ বল করেন। আরও পড়ুন-

টি২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের প্রোমো আনল স্টার স্পোর্টস, দেখুন ভিডিও

তবে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন হর্ষল। গুয়াহাটিতে পিচ দেখে হর্ষলের জায়গায় চাহালকে খেলানো যেত, যদি হার্দিক পান্ডিয়া খেলতেন। হার্দিক না থাকায় তিন স্পোলিস্ট পেসারে খেলতে হবে ভারতকে।

দেখে নেওয়া যাক গুয়াহাটি টি-২০ নিয়ে গুরুত্বপূর্ণ কথা

ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ অসমের গুয়াহাটিতে, আজ রবিবার ২ অক্টোবর আয়োজিত হবে

কখন থেকে শুরু হবে খেলা

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা

টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস ওয়ান ও থ্রি-র এসডি ও এইচডি-তে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস সিলেক্ট ১-ও সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে কীভাবে সরাসরি দেখানো হবে খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে অনলাইনে সরাসরি দেখা যাবে খেলা