India vs Pakistan Hockey Live Streaming: কাল রাতে জমিয়ে দেখুন হকিতে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ, কীভাবে দেখবেন বিনামূল্যে

কাল, মঙ্গলবার রাতে চেন্নাইয়ের রাধাকৃষ্ণণন স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি ভারত-পাকিস্তান।

Photo Credits: @PIB_India/twitter

হকিতে কাল, বুধবার রাতে মহারণ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির লিগের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ৪ ম্য়াচ খেলে ১০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় শীর্ষে থাকা ভারত আগেই সেমিফাইনালে উঠে গিয়েছে। সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে অন্তত এক পয়েন্ট পেতেই হবে। একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচে জোর টক্কর হত। কিন্তু সাম্প্রতিক কালে ভারতের হকির মান যতটা বেড়েছে, তার চেয়ে বেশী পাল্লা দিয়ে নেমেছে পাক হকির মান।

ভারত ২০২০ টোকিও অলিম্পিকে হকিতে পদক জেতে, সেখানে পাকিস্তান আর অলিম্পিক হকিতে যোগ্যতা অর্জন করতে পারে না। তবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা।

৬ দলের এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪টি-তে খেলে তিনটি জয়, একটি ড্রয়ের সুবাদে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। ভারত হারায় মালয়েশিয়া, চিন ও দক্ষিণ কোরিয়াকে। জাপানের সঙ্গে ড্র করেন হরমনপ্রীতরা। ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত।

কোরিয়ার সঙ্গে সম সংখ্যক পয়েন্টে থাকলেও গোল পার্থক্যের বিচারে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। লিগ তালিকায় দুই ও তিনে আছে যথাক্রমে মালয়েশিয়া (৯ পয়েন্ট) ও দক্ষিণ কোরিয়া (৫)। লিগ পর্যায় থেকে প্রথম চারটি দল সেমিফাইনালে খেলবে। এখন পয়েন্ট তালিকায় পাঁচ ও ছয়ে আছে যথাক্রমে জাপান (২) ও চিন (১)। জাপান শেষ ম্য়াচে চিনের বিরুদ্ধে নামবে, আর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মালয়েশিয়া।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে লিগের শেষ ম্যাচ ভারত-পাকিস্তান কবে, কোথায় আয়োজিত হবে

কাল, বুধবার রাতে চেন্নাইয়ের রাধাকৃষ্ণণন স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি ভারত-পাকিস্তান।

কখন শুরু হবে এই খেলা

ভরতীয় সময় রাত সাড়ে আটটা থেকে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

টিভিতে কোথায় সরাসরি দেখবেন

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি রাত সাড়ে ৮টা থেকে দেখানো হবে। স্টার স্পোর্টস ওয়ান, থ্রি-তে সরাসরি দেখানো হবে খেলা।

ল্যাপটপ, মোবাইলে কোথায় সরাসরি দেখবেন

ফ্যানকোড মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।



@endif