IND vs NZ 3rd ODI Live Streaming: কখন, কোথায়, কীভাবে সরাসরি দেখবেন ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ

আজ, মঙ্গলবার ইন্দোরে ভারত-নিউ জিল্যান্ড ওয়নডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিতে নিয়েছে ভারত।

Team India.(Photo Credits:Twitter)

আজ, মঙ্গলবার ইন্দোরে ভারত-নিউ জিল্যান্ড ওয়নডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জিতে নিয়েছে ভারত। তবুও ইন্দোরের ম্যাচ ঘিরে টিম ইন্ডিয়ার হোয়াইটওয়াশ ছাড়াও বড় একটা আকর্ষণের কারণ থাকছে। আর তা হল ইন্দোরে আজ ভারত জিতলে আইসিসি-র ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসবে।

সিরিজ জিতে নেওয়া ইন্দোরে দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেন কি না অধিনায়ক রোহিত শর্মা সেটাই দেখার। গত শ্রীলঙ্কা সিরিজে একই রকম পরিস্থিতিতে কিন্তু রোহিত পূর্ণশক্তির দল নিয়েই তৃতীয় তথা শেষ ম্যাচে নেমেছিলেন। তবে এদিন হয়তো উমরন মালিক, কুলদীপ যাদবদের সুযোগ দেওয়া হতে পারে। হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামিকে সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে ব্যাটিংয়ে রজত পাতিদারকে খেলানোর ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত খেলছেন না।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমরন মালিক

বিশ্রাম দেওয়া হতে পারে- হার্দিক পান্ডিয়া, মহম্মদ সামিকে।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ

২৪ জানুয়ারি, মঙ্গলবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ

কখন থেকে শুরু হবে এই ম্যাচ

ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচ

টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার সিলেক্টে এইচডি ১-এ ইংরেজি কমেন্ট্রিকে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ৩-এসডি ও এইচডি-তে হিন্দি কমেন্ট্রির মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে থেকেই বিশ্লেষণমূলক অনুষ্ঠান। খেলা শুরু দুপুর দেড়টা থেকে

অনলাইনে কোথায় দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা