India vs Ireland Live Streaming: সিরিজ জিততে আজ নামছেন হার্দিক-রা, সরাসরি কোথায় দেখবেন ভারত-আয়ারল্যান্ড ম্যাচ
আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ, মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল।
ডাবলিন, ২৮ জুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ, মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭ উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে থেকে নামছেন হার্দিক পান্ডিয়ারা। আজ, মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলে একটা পরিবর্তন হতে পারে। চোট পাওয়া রুতুরাজ গায়কোয়েড়ের পরিবর্তে অভিষেক হতে পারে আইপিএলে দারুণ খেলা রাহুল ত্রিপাঠি। সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জম্মু-কাশ্মীরের স্পিডস্টার উমরান মালিকের।
যদিও অধিনায়ক হার্দিক মাত্র এক ওভার বল করান উমরানকে। রবিবার ডাবলিনে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ কমে হয়েছিল ১২ ওভারে। বলে চাহাল আর ব্যাটে দীপক হুডার সৌজন্যে জয় পেতে বিশেষ বেগ পেতে হয়নি হার্দিকের নেতৃত্বে নামা টিম ইন্ডিয়ার। আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হোয়াইটওয়াশ বাংলাদেশ
আসুন দেখে নেওয়া যাক ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি কবে খেলা হবে?
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে ২৮ জুন, মঙ্গলবার।
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি কোথায় খেলা হবে?
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে দ্য ভিলেজ, ডাবলিন-এ।
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি কখন শুরু হবে?
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়। টস হবে রাত সাড়ে ৮টায়।
কোন টিভি চ্যানেলে আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার করবে?
আয়ারল্যান্ড বনাম ভারত ম্যাচ সম্প্রচার করা হবে Sony Sports Network-এর বিভিন্ন চ্য়ানেলে। সোনি সিক্স-এর বিভিন্ন চ্যানেলে দেখানো হবে খেলা।
আয়ারল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টি-টোয়েন্টির অনলাইন স্ট্রিমিং কোথায় দেখতে পাওয়া যাবে?
ম্যাচের অনলাইন স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে Sony Liv-এ ।
আবহাওয়া কেমন থাকতে পারে
বৃষ্টির পূর্বাভাস আছে। তবে ওভার সংখ্যা কমার আশঙ্কা থাকলে ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।