Indian team players in a huddle (Photo credit: Twitter)

ম্যানচেস্টার, ১৭ জুলাই: আজ, রবিবার ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের ফয়সালা হতে চলেছে। সিরিজ ১-১ থাকা অবস্থায় মরণবাঁচন ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে  রোহিত শর্মার দলের মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। টি টোয়েন্টি সিরিজটা হেলায় জেতায় পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু লর্ডসে দ্বিতীয় ওয়ানডে-তে রোহিতদের পর্যদুস্ত করে সিরিজে দারুণভাবে ফিরে আসেন জোস বাটবলার-রা। আজ, সিরিজের তৃতীয় ম্য়াচে ঠিক হবে রোহিতদের ইংল্যান্ড সফরের শেষটা ভাল হয় কি না।

ভারত এই ম্যাচে বিশেষভাবে তাকিয়ে থাকবে দলের সিনিয়রদের দিকে। তবে টিম ইন্ডিয়ার সুবিধা হল দলে ম্যাচ উইনার অনেক। ভারত সিরিজ জিতুক, ফর্মে ফিরুন বিরাট কোহলি এই প্রার্থনাটা সব ভারতীয় করছেন। একটা কথা পরিষ্কার, বিরাটকে খুব দ্রুত ফর্মে ফিরে আসকে হবে। আরও পড়ুন-সিঙ্গাপুরে খেতাব সিন্ধুর

ওল্ড ট্রাফোর্ডে রোহিতের ব্যাটেও রান চাইছেন সবাই। বুমরা-সামি জুটির আগুনের দিকেও ভরসা অনেক। যুজবেন্দ্র চাহাল তো থাকছেনই। অন্যদিকে, সিরিজ জিততে ইংল্যান্ড চাইছে টপ অর্ডার ব্যাটারদের ব্যাটে রান।

আমরা এই প্রতিবেদনে জানব কোথায়, কখন, কীভাবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। এটাও জানব অনলাইনে এই ম্যাচের স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে--

ভারত-ইংল্যান্ড তৃতীয় তথা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ কবে, কখন কোথায় আয়োজিত হবে

ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ আয়োজিত হবে আজ, রবিবার ১৭ জুলাই। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আয়োজিত হবে এই ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে তিনটে থেকে শুরু হবে খেলা।

টিভিতে কীভাবে দেখবেন ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। সোনি সিক্স-এ ইংরেজি কমেন্ট্রিতে দেখা যাবে খেলা। সরাসরি ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে খেলা। ৩টে শুরু হবে টস।

অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।


আপনি এটাও পছন্দ করতে পারেন

USA vs CAN, ICC T20 WC Live Streaming: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা, আইসিসি টি-২০ বিশ্বকাপ; সরাসরি দেখুন ভারতে

IND vs BAN, ICC T20 WC Warm-up Live Streaming: ভারত বনাম বাংলাদেশ, আইসিসি টি-২০ বিশ্বকাপ, প্রস্তুতি ম্যাচ; সরাসরি দেখুন ভারত ও বাংলাদেশে

IND vs BAN T20 Warm-Up Match on Doordarshan: দূরদর্শনে কি বিনামূল্যে দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ?

Virat Kohli Lands in USA: অবশেষে নিউইয়র্কে দলের সঙ্গে যোগ বিরাট কোহলির, অনিশ্চিত প্রস্তুতি ম্যাচে খেলা

Shakib Praises Rohit: রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের অলরাউন্ডার সাকিব-আল-হাসান

WI vs AUS, ICC T20 WC Warm-up Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, আইসিসি টি-২০ বিশ্বকাপ, প্রস্তুতি ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে

ENG vs PAK 4th T20I Live Streaming: ইংল্যান্ড বনাম পাকিস্তান, চতুর্থ টি-২০, সরাসরি দেখবেন যেখানে

MI to Leave Rohit-Ishan?: আগামী আইপিএলে রোহিত শর্মা-ইশান কিষানকে ছাড়বে মুম্বই, জানালেন আকাশ চোপড়া