India vs Bangladesh Live Streaming Online: কীভাবে কোথায় দেখবেন ভারত-বাংলাদেশ বিশ্বকাপের যোগ্যতাঅর্জনের ম্যাচ

২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে ওঠার যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ। পাঁচ দলের গ্রুপে সবচেয়ে নিচে আছে এই দুই দেশ। মূলপর্বে ওঠার লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে দুই দেশ। সম্মানরক্ষার এই ম্যাচ জমজমাট হতে চলেছে। প্রথম পর্বে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ।

দোহা, ৭ জুন:  IND vs BAN 2022 World Cup and 2023 Asian Cup Qualifier Free Live Telecast on TV। ২০২২ কাতার বিশ্বকাপের মূলপর্বে ওঠার যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ। পাঁচ দলের গ্রুপে সবচেয়ে নিচে আছে এই দুই দেশ। মূলপর্বে ওঠার লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছে দুই দেশ। সম্মানরক্ষার এই ম্যাচ জমজমাট হতে চলেছে। প্রথম পর্বে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। ক দিন আগে কাতারের বিরুদ্ধে দারুণ ফাইট দিলেও হেরে যান সুনীল ছেত্রীরা। আজ জয়ে ফিরতে মরিয়া ভারতীয় দল। অন্যদিকে, আফগানিস্তানকে ১-১ গোলে রুখে দিয়ে চনমনে হয়েই নামছে বাংলাদেশ। গ্রুপে ভারত আছে চার নম্বরে, বাংলাদেশ সবার শেষে পাঁচে।

২০২২ বিশ্বকাপের যোগ্যতাপর্বে ভারত-বাংলাদেশের ম্যাচ কোথায় আয়োজিত হবে

কাতারের দোহার জাসিম হামাদ স্টেডিয়ামে ৭ জুন (সোমবার) আয়োজিত হবে এই ম্যাচ।

কখন থেকে শুরু হবে এই ম্যাচ

ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে এই ম্যাচ

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল- স্টার স্পোর্টস ২ এসডি ও এইচডি-তে দেখা যাবে এই খেলা। স্টার স্পোর্টস বাংলায় হবে বাংলায় ধারবিবরণীতে সরাসরি সম্প্রচার।

অনলাইনে বা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কীভাবে দেখবেন এই ম্যাচ

ডিজনি+হটস্টারে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। জিও টিভিতেও সরাসরি দেখা যাবে এই ম্যাচ।