India vs Australia Live Streaming Details: সরাসরি কখন, কীভাবে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি
আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের মহড়ায় আজ, মঙ্গলবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ।
আগামী মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের মহড়ায় আজ, মঙ্গলবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। তিন ম্যাচের এই টি-২০ সিরিজে মোহালিতে হতে চলা খেলায় দুটি দলই চাইবে টিম কম্বিনেশন ঠিক করতে। বিশ্বচ্যাম্পিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জশপ্রীত বুমরা-র চোট সারিয়ে দলে ফেরাটা নিশ্চিতভাবেই রোহিত শর্মা-রা কাছে স্বস্তির। আবার জাদেজার না থাকাটা মোটেও স্বস্তি দেবে না রোহিতকে। আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে দীনেশ কার্তিক না ঋষভ পন্থ খেলেন সেটাই দেখার।
ডেভিড ওয়ার্নার-কে ছাড়াই চলতি সিরিজে খেলবে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে পারেন স্টিভ স্মিথ। আজ বিরাট কোহলি বনাম প্যাট কামিন্স, সূর্যকুমার য়াদব বনাম অ্যাডাম জাম্পা, বুমরা বনাম স্মিথ দ্বৈরথের দিকে নজর থাকবে। সঙ্গে হার্দিক পান্ডিয়া বনাম গ্লেন ম্যাক্সওয়েল দ্বৈরথের দিকেও সবার নজর।
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ মোহালিতে, আজ মঙ্গলবার আয়োজিত হবে
কখন থেকে শুরু হবে খেলা
ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা
টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস ওয়ান ও থ্রি-র এসডি ও এইচডি-তে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস সিলেক্ট ১-ও সরাসরি দেখানো হবে খেলা।
অনলাইনে কীভাবে সরাসরি দেখানো হবে খেলা
ডিজনি+হটস্টারের মাধ্যমে অনলাইনে সরাসরি দেখা যাবে খেলা