Sourav Ganguly: ইডেনে সৌরভের নেতৃত্বে নামছেন সেওয়াগ-ভাজ্জিরা, প্রতিপক্ষ কালিস-লি, দেখুন কারা কারা খেলছেন

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর, ইডেন গার্ডেন্সে

Sourav Ganguly (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ১২ অগাস্ট: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে  আগামী ১৫ সেপ্টেম্বর, ইডেন গার্ডেন্সে বিশেষ ম্যাচে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটের একসময়ের হাইপ্রোফাইল তারকা-মহাতারকা ক্রিকেটার-রা। লেজেন্ডস ক্রিকেট লিগ টু-এ ইডেনে হতে চলা বিশেষ এই ম্যাচে মুখোমুখি ইন্ডিয়ান মহারাজ-ওয়ার্ল্ড জায়েন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নামছে ভারতীয় দলের তারকা প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া দল-ইন্ডিয়ান মহারাজ। সৌরভের দলে খেলতে দেখা যাবে বীরেন্দ্র সেওয়াগ-মহম্মদ কাইফ-হরভজন সিংদের।

পাশাপাশি খেলবেন অজয় জাদেজা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, এস শ্রীসন্থরাও। নস্টালজিয়ার এই ম্যাচে সৌরভদের প্রতিপক্ষ ওয়ার্ল্ড জায়েন্টস। বিশ্বের প্রাক্তন মহাতারকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে এই দল। বিশ্ব একাদশের নেতৃত্বে ইংল্যান্ডের হয়ে সদ্য অবসর নেওয়া ইয়ন মর্গ্যান।

মর্গ্যানের দলে আছেন জাক কালিস থেকে হারশিল গিবস, সনৎ জয়সূর্য থেকে মুত্তিয়া মুরলীধরনের মত মহাতারকা প্রাক্তন ক্রিকেটার। সোমবার দেশের স্বাধীনতা দিবসে ইডেনে হতে চলা ম্যাচ ওয়ার্ল্ড জায়েন্টেস দলে থাকছেন-ডেল স্টেইন, জন্টি রোডসরাও। সব মিলিয়ে সোমবার কলকাতার বাইশ গজে নস্টালজিয়ায় ভরপুর।

ইন্ডিয়া মহারাজ (১৭ জনের দল)

সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র সেওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, সুব্রহ্মনিয়াম বদ্রিনাথ, ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটকিপার), স্টুয়ার্ট বিন্নি, এস শ্রীসন্থ, হরভজন সিং, নমন ওঝা (উইকেটকিপার), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, যোগিন্দার শর্মা, রীতেন্দর সিং সোধি।

দেখুন দল

ওয়ার্ল্ড জায়েন্টস (১৭ জনের দল)

ইয়ন মর্গ্যান (অধিনায়ক, ইংল্যান্ড), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), হারশেল গিবস (দক্ষিণ আফ্রিকা), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা), ম্যাট প্রায়র (উইকেটকিপার, ইংল্যান্ড), নাথান ম্যাকালাম (নিউ জিল্যান্ড), জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা), মুত্তিয়া মুরলীধরন (শ্রীলঙ্কা), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), হ্যামিলটন মাসাকদজা (জিম্বাবোয়ে), মাশরাফে মোর্তাজা (বাংলাদেশ), আশগার আফগান (আফগানিস্তান), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), ব্রেট লি (অস্ট্রেলিয়া), কেভিন ও'ব্রায়েন (আয়ারল্যান্ড), দীনেশ রামদিন (উইকেটকিপার)



@endif