Ind Wins Asian Champions Trophy: চেন্নাইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে হকিতে এশিয়া চ্যাম্পিয়ান ভারত

তামিলনাড়ুর চেন্নাইয়ে আয়োজিত রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফিতে জয়ী হল ভারতের হকি টিম।

Photo Credits: Twitter

চেন্নাই: তামিলনাড়ুর চেন্নাইয়ে আয়োজিত রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে মালয়েশিয়াকে (Malaysia) ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফিতে (Asian Champions Trophy Hockey 2023) জয়ী হল ভারতের (India) হকি টিম। শনিবার সন্ধ্যায় ম্যাচ শুরু হওয়ার পরেই এক গোলে এগিয়ে গেছিল ভারত।

পরে একটা সময় আসে যখন ৩-১ গোলে এগিয়ে গেছিল মালয়েশিয়ার খেলোয়াড়রা। কিন্তু, শেষ পর্যন্ত ভারতের অদ্যম লড়াইয়ের কাছে হার মানতে বাধ্য হয় তারা। আর শেষ পর্যন্ত গোল শোধ করে লড়াইয়ে ফিরে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন হরমনপ্রীতরাই (Ind Wins Asian Champions Trophy)। আরও পড়ুন: Vicky Kaushal: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিকি কৌশল, ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের সাক্ষী বলি তারকা



@endif