IND vs SA 5th T20I Live streaming: আজ সিরিজ জেতার মরণবাঁচন লড়াইয়ে টিম ইন্ডিয়া, কীভাবে দেখবেন বেঙ্গালুরু টি-২০
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ফয়সালা হতে চলেছে আজ, রবিবার বেঙ্গালুরুতে
বেঙ্গালুরু, ১৯ জুন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ফয়সালা হতে চলেছে আজ, রবিবার বেঙ্গালুরুতে। সিরিজের প্রথম দুটো ম্যাচে হেরে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। দিল্লিতে ২০০ রান করেও জিততে পারেনি ঋষভ পন্থের দল। তারপর কটকেও খারাপভাবে হারে টিম ইন্ডিয়া। কিন্তু এরপর বিশাখাপত্তনাম ও রাজকোট পরপর দুটো ম্যাচে দারুণ জিতে সিরিজকে উত্তেজক জায়গায় নিয়ে গিয়েছে ভারত। বেঙ্গালুরুতে ডু অর ডাই ম্যাচে ভারতের বাজি হল ফিনিশার দীনেশ কার্তিক। সঙ্গে তো আয়ারল্যান্ড সিরিজের অধিনায়ক হার্দিক পান্ডিয়া আছেই।
রাজকোটে দারুণ বল করা আবেশ খান, দলের স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমারের দিকেও তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তবে বেঙ্গালুরুতে জিততে হলে যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল-দুই স্পিনারেও ভাল ফল করতে হবে। কারণ ডেভিড মিলার এমন ডু অর ডাই ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলে বেরিয়ে যান। মিলারকে নিয়ে তাই অতিরিক্ত সতর্কতা থাকছে। আরও পড়ুন: রঞ্জি সেমিতে হার বাংলার
এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ কবে খেলা হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আজ, ১৯ জুন রবিবার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় খেলা হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ সন্ধে সাতটা থেকে শুরু হবে।
ম্যাচের লাইভ কভারেজ কোথায় দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা হল স্টার স্পোর্টস। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি-তে দেখতে পাওয়া হবে।
ভারতের সম্ভাব্য একাদশ
ঋতুরাজ গায়কোয়েড়, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল
কারা এগিয়ে
টি-২০-তে ফেভারিট বাছা কঠিন. দলীয় ভারসাম্যর দিক থেকে দুটো দলই প্রায় এক জায়গায় দাঁড়িয়ে। তবে টি-২০ হল ছন্দের খেলা। ০-২ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে টানা দুটো ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার দিকে মোমেন্টাম বা ছন্দটা আছে। তাই ভারতকে ৫২:৪৮-এ এই ম্যাচে এগিয়ে রাখতে হচ্ছে
এক নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ
দিল্লিতে প্রথম ম্যাচ-দক্ষিণ আফ্রিকা জয়ী ৭ উইকেটে
কটকে দ্বিতীয় ম্যাচ- দক্ষিণ আফ্রিকা জয়ী ৪ উইকেটে
বিশাখাপত্তনামে তৃতীয় ম্যাচ- ভারত জয়ী ৪৮ রানে
রাজকোটে চতুর্থ ম্যাচ- ভারত জয়ী ৮২ রানে