Iftikhar Ahmed Six Sixes: ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে নজির ইফতিকার আহমেদের, রিয়াজের ৬ বলে ৬টা ওভার বাউন্ডারি, দেখুন ভিডিয়ো

পাকিস্তান সুপার লিগের এক প্রদর্শনী ম্যাচে বড় নজির গড়লেন ইফতিকার আহমেদ। পাকিস্তান জাতীয় দলের পেসার ওয়াহাব রিয়াজের ওভারের ৬টা বলে ৬টা ছক্কা হাঁকালেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা ইফতিকার।

Iftikhar Ahmed. (Photo Credits: Twitter)

পাকিস্তান সুপার লিগের এক প্রদর্শনী ম্যাচে বড় নজির গড়লেন ইফতিকার আহমেদ (Iftikhar Amed)। কোয়েটার বুগতি স্টেডিয়ামে হওয়া এক প্রদর্শনী ম্যাচে পাকিস্তান জাতীয় দলের পেসার ওয়াহাব রিয়াজের ওভারের ৬টা বলে ৬টা ছক্কা হাঁকালেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা ইফতিকার। টি-২০ ইনিংসের শেষ ওভারে এই কীর্তি গড়েন ইফতিকার।

শেষ পর্যন্ত ৫০ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন ৩২ বছরের তারকা ব্যাটার। বাবর আজমের নেতৃত্বে খেলা পেশওয়ার জালমির বিরুদ্ধে ওভারে ৩৬ রান করার কৃতিত্ব দেখান ইফতিকার। শেষ পর্যন্ত ইফতিকারের দল ২০ ওভারে করে ১৮৪ রান। আরও পড়ুন- জোড়া ধাক্কা অজি শিবিরে, নাগপুর টেস্টে নেই দুই তারকা পেসার

দেখুন ওভারে ছয় ছক্কার ভিডিয়ো

পাকিস্তানের হয়ে ৪৩টি আন্তর্জাতিক টি টোয়েন্টি, ১০টি ওয়ানডে ও ৪টি টেস্ট খেলেছেন ইফতিকার আহমেদ। অন্যদিকে, যার ওভারে ইফতিকার ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেন সেই রিয়াজ পাকিস্তানের হয়ে ২৭টি টেস্টে, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি টোয়েন্টি খেলছেন। মজার কথা হল, ক দিন আগেই পঞ্জাব প্রদেশের অস্থায়ী ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নেন রিয়াজ। আর ক্রীড়ামন্ত্রীকে সহ্য করতে হল ওভারে ৩৬ রান দেওয়ার বড় যন্ত্রণা।