ICC World Cup 2019: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ 'আন্ডার ডগ' বাংলাদেশ, সাকিবদের নিয়ে স্বপ্নে বুঁদ পদ্মাপাড়ের দেশ
দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে চলতি বিশ্বকাপে দুটো ভাল ম্যাচ জিতে ডার্ক হর্সের তকমা পেয়েছে বাংলাদেশ।
নটিংহ্যাম, ২০ জুন: দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে চলতি বিশ্বকাপে দুটো ভাল ম্যাচ জিতে ডার্ক হর্সের তকমা পেয়েছে বাংলাদেশ। আর স্বপ্নের ফর্ম নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার নটিংহ্যামে নামছেন সাকিব আল হাসান। ক বছর আগে হলেও আজ অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে হতে চলা ম্যাচটাকে বলা হত 'ডেভিড বনাম গোলিয়াথের' মত অসম লড়াই। কিন্তু সেই ম্যাচটা এখন অজিদের পক্ষে ৫৫: ৪৫ নেমে এসেছে চলতি টুর্নামেন্টে বাংলাদেশের দুরন্ত ক্রিকেটের জন্য। বাংলাদেশ আজ নামছে আন্ডার ডগ তকমা নিয়ে।
দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দারুণ খেলেন সাকিবরা। একটুর জন্য কেন উইলিয়াসমনের দলকে হারাতে পারেনি বাংলাদেশ। আরও পড়ুন- মেসির গোলেও বিপদে আর্জেন্টিনা
সাকিবদের শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে বাংলাদেশের ক্ষতি হলেও, এখন আর ওসব নিয়ে ভাবছে না বাংলাদেশ শিবির। সাকিবদের সাফ হিসেব, বাকি আছে আর চারটে ম্যাচ, সব কটাতে জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে। আজ অজিদের বিরুদ্ধে সাকিবদের ম্যাচ নিয়ে বাংলাদেশ জুড়ে তীব্র উন্মাদনা। বাংলাদেশে আজ দুপুরের পর থেকে বিশ্বকাপের ম্যাচ ঘিরে অঘোষিত ছুটি। আজ সাকিবদের কাছে ম্যাচটা একপ্রকার ডু অর ডাই। কারণ পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশের মধ্যে ধরাছোঁয়ার মধ্যে আছে শুধু অস্ট্রেলিয়া (৬)। ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড-এখনও পর্যন্ত যে ক্রিকেটটা খেলেছে তাতে তাদের ছোঁয়া কঠিন বাংলাদেশের পক্ষে। যা করার অজিদের বিরুদ্ধেই করতে হবে সাকিবদের। আরও পড়ুন-
অস্ট্রেলিয়া চলতি বিশ্বকাপে ভাল ক্রিকেট খেলছে। ভারতের বিরুদ্ধে ছাড়া অস্ট্রেলিয়া তাদের বাকি চারটি ম্যাচে জিতেছে। পাঁচ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮, বাংলাদেশের পাঁচ। তবে অ্যারন ফিঞ্চের দল এখনও ঠিকমত গুছিয়ে উঠতে পারেনি। চোটের ধাক্কায় মাঝেমাঝেই সমস্যা পড়ছে অস্ট্রেলিয়া। প্রথম একাদশও এখনও সেট হয়নি। তবে ওয়ার্নার, স্মিথদের ফর্ম গতবারের চ্যাম্পিয়নদের আশায় রাখছে। যদিও অজি পেসার-রা এখনও পুরোপুরি ছন্দে দেখাননি। বিশ্বকাপ এখন যে অবস্থায় দাঁড়িয়ে তাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটা এগিয়ে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া। তবে এই চার দেশের ঠিক পিছনেই যাদের নিয়ে সবচেয়ে বেশি আশা তারা হল-বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের যা অবস্থা তাতে তাদের পক্ষে সুপার পাওয়ার ফোর-কে ধরা কঠিন। শ্রীলঙ্কার ঝালহীন ক্রিকেট নিয়েও আশা নেই। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান কার্যত বিদায় নিয়েছে।