ICC World Cup 2019: সাকিব আল হাসানকে বিশ্বকাপের সেরার পুরস্কার না দেওয়ায় তীব্র ক্ষোভ বাংলাদেশে

বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) অবিশ্বাস্য পারফরম্যান্স করেন। বাংলাদেশ (Bangladesh) আট নম্বরে শেষ করলেও, লিগ পর্যায় পর্যন্ত ব্যাটে-বলে পারফরম্যান্সের বিচারে সাকিবই ছিলেন অংশগ্রহণকারী দশ দলের ক্রিকেটারদের মধ্যে সেরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাকিব ৮টি ম্যাচে ৮৬.৫৭ ব্যাটিং গড়ে করেন ৬০৬ রান, পাশাপাশি তিনি ১১টি উইকেটও নেন।

বিশ্বকাপে দারুণ খেললেন সাকিব আল হাসান। (Photo Credits: Getty Images)

ঢাকা, ১৫ জুলাই: বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) অবিশ্বাস্য পারফরম্যান্স করেন। বাংলাদেশ (Bangladesh) আট নম্বরে শেষ করলেও, লিগ পর্যায় পর্যন্ত ব্যাটে-বলে পারফরম্যান্সের বিচারে সাকিবই ছিলেন অংশগ্রহণকারী দশ দলের ক্রিকেটারদের মধ্যে সেরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাকিব ৮টি ম্যাচে ৮৬.৫৭ ব্যাটিং গড়ে করেন ৬০৬ রান, পাশাপাশি তিনি ১১টি উইকেটও নেন। সাকিবের ৬০৬ রানের মধ্যে আবার দুটি সেঞ্চুরি, পাঁচটি হাফ সেঞ্চুরি।

কোনও দ্বিধা নিয়ে অলরাউন্ডার পারফরম্যান্সের বিচারে সাকিবই সেরা। তবে বিশ্বকাপের ফাইনাল হওয়ার পর আইসিসি জানায়, ২০১৯ আইসিসি বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কিউই অধিনায়ক কেন উইলিয়াসম। যে কেনের থেকে সাকিবের রান বেশি। এমনকি সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কেন উইলিয়াসন আছেন চার নম্বরে। সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায়-১) রোহিত শর্মা (৬৪৮), ২) ডেভিড ওয়ার্নার (৬৪৭), ৩) সাকিব আল হাসান (৬০৬)। চারে আছেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক বল করেন না বলে উইকেটের তালিকায় তাঁর নামই নেই।

এই বিষয়টাতেই প্রশ্ন তুলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সাকিবকে বঞ্চিত করায় আইসিসি-কে কাঠগড়ায় তুলেছে। বাংলাদেশের নেটিজেনদের প্রতিটি পোস্টেই শুধুই প্রশ্ন-সাকিব নন কেন! দেখুন তেমনই কিছু টুইট--

কেন উইলিয়ামসনকে টুর্নামেন্টের সেরা নির্বাচিত করার পিছনে বড় ভূমিকা নিল তাঁর নেতৃত্বে দেওয়ার ক্ষমতা। একেবারে ঠান্ডা মাথায় বড় বড় দলগুলিকে হারিয়ে একেবারে বিশ্বজয়ের দোরগড়ায় যায় কিউই দল। তবে বিশ্বকাপের ইতিহাসে একাধিকবার হয়েছে যখন ফাইনালে না ওঠা দলের খেলোয়াড়ও ম্যান অফ দি টুর্নামেন্ট হয়েছেন। যদিও সাকিব লিগ পর্যায় থেকেই বিদায় নেন।

Why not shakib al hasan man of the tournament?

এক নজরে আইসিসি বিশ্বকাপ ২০১৯

চ্যাম্পিয়ন- ইংল্যান্ড

রানার্স- নিউ জিল্যান্ড

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়- কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড/৫৭৮ রান ও দুর্দান্ত অধিনায়কত্ব)

ফাইনালে ম্যাচের সেরা- বেন স্টোকস

সর্বাধিক রানসংগ্রহকারী-রোহিত শর্মা (৬৪৮ রান)

সর্বাধিক উইকেটশিকারী- মিচেল স্টার্ক (২৭টি)

এক নজরে বিশ্বকাপের ইতিহাসে ম্যান অফ দি টুর্নামেন্টরা:

১৯৯২- মার্টিন ক্রো (নিউ জিল্য়ান্ড), ৪৫৬ রান করেন

১৯৯৬- সনত॥ জয়সূর্য (শ্রীলঙ্কা), ২২১ রান ও ৭টি উইকেট নেন

১৯৯৯- ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা), ২৮১ রান ও ১৭টি উইকেট নেন

২০০৩- সচিন তেন্ডুলকর (ভারত), ৬৭৩ রান ও ২টি উইকেট নেন

২০০৭- গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), ২৬টি উইকেট নেন

২০১১-যুবরাজ সিং (ভারত), ৩৬২ রান ও ১৫টি উইকেট নেন

২০১৫- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ২২টি উইকেট শিকার

২০১৯- কেন উইলিয়ামসন (নিউ জিল্য়ান্ড)-৫৭৮ রান করেন

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now