ICC World Cup 2019: ভারত থেকে ইংল্যান্ড- বাংলাদেশ, দশটি দল এখন কোন জায়গায় দাঁড়িয়ে

দেখতে বারো দিন অতিক্রান্ত আইসিসি বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এর। এখন টুর্নামেন্ট যে জায়গায় দাঁড়িয়ে তাতে অংশগ্রহণকারী দলগুলি কেমন তা একটা ধারণা পাওয়া যাচ্ছে।

জমে উঠেছে বিশ্বকাপ। দশ দলের অধিনায়ক একসঙ্গে। (Photo Credits: Twitter/ @BCCI)

লন্ডন, ১১ জুন: দেখতে বারো দিন অতিক্রান্ত আইসিসি বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এর। এখন টুর্নামেন্ট যে জায়গায় দাঁড়িয়ে তাতে অংশগ্রহণকারী দলগুলি কেমন তা একটা ধারণা পাওয়া যাচ্ছে। রাউন্ড রবীন পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় অনেকটা বড় এই বিশ্বকাপে এখনও অনেক নাটক বাকি আছে। তবে প্রাথমিক প্রবণতা আসতে শুরু করেছে। দু একটা অঘটন ছাড়া, মোটামুটি হিসেব মিলিয়েই চলছে বিশ্বকাপ। ভারত-নিউজিল্যান্ডকে ফেভারিট তালিকায় রাখা হচ্ছিল, এই দুটি দল ভাল খেলছে।

ইংল্যান্ডকে নিয়ে একটাই ভয় ছিল, সেটা সত্য়ি হয়েছে। তা হল দারুণ ফর্মে থাকলেও আসল জায়গায় চোক করতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেটা বোঝা গিয়েছে। এবি ডেভিলিয়ার্স-হীন দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কেউ বিশেষ আশা করেনি। প্রোটিয়ার চার ম্যাচ পরেও জয়ের দেখা না পেয়ে বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে। আরও পড়ুন- যুবরাজ সিংয়ের কেরিয়ার তৈরিতে কীভাবে বড় ভূমিকা নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি

পাকিস্তান আবার তাদের ইমেজ অনুযায়ী কখনও মেঘ, কখনও রোদের মত খেলছে। শ্রীলঙ্কার স্কোয়াডে ঝাল ছিল না। সেটা টুর্নামেন্টের শুরুতেও বোঝা যাচ্ছে। আফগানিস্তান এখন অঘটন ঘটানোর মত তেমন কিছুই করতে পারেনি। অস্ট্রেলিয়ার শুরুটা ভাল করার পর ভারতের কাছে হেরে কিছুটা কোণঠাসা হয়েছে। তবে এখন দেখা যাচ্ছে বিরাট কোহলির টিম ইন্ডিয়াই সবচেয়ে ভাল ফর্মে আছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। পরপর দুটি কঠিন ম্য়াচে যে কায়দায় জিতলেন কোহলিরা তারপর তাদের থেকে বড় কিছুর প্রত্যাশা বাড়ছে

এক নজরে দেখে নিন অংশগ্রহণকারী দশটি দল একন কোন জায়গায় দাঁড়িয়ে--

নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট)

দারুণ ছন্দে দেখাচ্ছে কেন উইলিয়ামসনের দলকে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনায়াসে জয়ের পর বাংলাদেশের কাছে কষ্টার্জিত জয়। তারপর তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারানো। কিউইরা ছন্দেই আছে। যদি এবার তাদের আসল লড়াই শুরু হচ্ছে। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিউইরা। ওয়ার্ম আপ ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছিল কেন উইলিয়ামসনের দল। ভারতের বিরুদ্ধে ম্য়াচের পর নিউজিল্যান্ডের আগামী দুটি খেলা-দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ছন্দ ধরে রাখতে ক দিনের মধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ আছে নিউজিল্যান্ডের।

ভারত (২ ম্যাচে ৪ পয়েন্ট)

পরপর দুটি ম্যাচে দারুণ জয়। প্রথমে দক্ষিণ আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া। দুটোই খাতায় কলমে খুব শক্তিশালী দল। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, চাহালদের সৌজন্যে ভারত একেবারে ফর্মের তুঙ্গে আছে। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা জিতে নিলে, তিনদিন পর ১৬ জুন, পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে ভারত।

ইংল্যান্ড (৩ ম্যাচে ৪ পয়েন্ট)

একেবারে হট ফেভারিট হয়ে এবারের বিশ্বকাপে খেলতে নেমেছে ইংল্যান্ড। শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পায় চলতি বিশ্বকাপের আয়োজক দেশ। কিন্তু তারপরই পাকিস্তানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারটা নাড়িয়ে দেয় ইংল্যান্ডকে। যদিও গেইলদের কাছে হারের পর বাংলাদেশের বিরুদ্ধে জিতে ফের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছে ইয়ন মর্গ্যানের দল। শুক্রবার ইংল্যান্ড তাদের চতুর্থ ম্যাচে নামছে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে।

অস্ট্রেলিয়া (৩ ম্যাচে ৪ পয়েন্ট)

ভারতের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়ার দুরন্ত শুরুটায় আঘাত এসেছে। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া তাদের প্রথম দুটি ম্যাচে আফগানিস্তান ও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দারুণ জয় পায়। তখন অ্য়ারন ফিঞ্চের দলকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে হারটা অস্ট্রেলিয়ার অনেক খুঁত সামনে এসেছে। যদিও অজি দলে এত ভাল সব খেলোয়াড় আছেন, যারা এখান থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় নিয়ে যেতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজ (৩ ম্যাচে ৩ পয়েন্ট)

কোয়ালিফিকেশন পর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে খেলতে নেমছে। ওয়ানডে-তে সাম্প্রতিক ফর্মও ক্য়ারিবিয়ানদের বেশ খারাপ। বিশ্বকাপ শুরুর ঠিক আগে ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তানের কাছেও হারে ক্যারিবিয়ানরা। কিন্তু চলতি বিশ্বকাপে ভাল খেলছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছেন গেইলরা। যদিও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গেইলরা চমকে দিতে পারেন। এবার ক্যারিবিয়ানদের সামনে ইংল্যান্ড।

পাকিস্তান (৩ ম্য়াচে ৩ পয়েন্ট)

আনপ্রেডিক্টবেল সাইড হিসেবে নেমে তাদের সুনাম বজায় রেখেই খেলছে পাকিস্তান। আজ মেঘ, তো কাল রোদের মত পাকিস্তান প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৩৪৮ স্কোর করে পাকিস্তান হারায় হট ফেভারিট ইংল্যান্ডকে। এরপর সরফরাজদের শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। পাকিস্তানের সামনে এবার অস্ট্রেলিয়া (বুধবার)।

শ্রীলঙ্কা (৩ ম্য়াচে ৩ পয়েন্ট)

আফগানিস্তানকে হারালেও শ্রীলঙ্কাকে ঝালহীন দেখাচ্ছে। আজ, মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে নামছেন মালিঙ্গারা। শ্রীলঙ্কাকে নিয়ে বিশেষ আশা নেই।

বাংলাদেশ (৩ ম্য়াচে ২ পয়েন্ট)

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকপ্রদ শুরু হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দারুণ লড়াইয়ের পর হার। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে সাকিব আল হাসানের দুরন্ত সেঞ্চুরির পরেও হার। বাংলাদেশ অঘটন ঘটিয়ে সেমিফাইনালে ওঠানোর স্বপ্ন দেখাচ্ছে। তবে আগামী তিনটে ম্যাচে পরিষ্কার হয়ে যেতে পারে সাকিবদের ভাগ্য।

দক্ষিণ আফ্রিকা (৪ ম্য়াচে ১ পয়েন্ট)

চারটে ম্যাচ খেলে এখনও জয়ের দেখা নেই দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের কাছে হেরে মাথানত হয় দক্ষিণ আফ্রিকার। তৃতীয় ম্য়াচে ভারতের কাছেও খারাপভাবে হারে ফাফ দুপ্লেসিসের দল। গতকাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় পয়েন্ট তালিকায় খাতা খুলেছে। আগামী পাঁচটা ম্যাচ জিতলে তবে কিছু একটা আশা আছে। তবে এখন থেকেই দক্ষিণ আফ্রিকা বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে।

আফগানিস্তান (৩ ম্যাচে ০ পয়েন্ট)

আফগানরা সেমিফাইনালে উঠবে এমন আশা ছিল না। কিন্তু রশিদ খানরা দু একটা বড় অঘটন ঘটাবে বলে আশা আছে। সেটা এখনও হয়নি। ইংল্যান্ডের পিচ, পরিবেশে আফগান দলকে ছন্দে দেখাচ্ছে না। চোট আঘাতের সমস্যাও ভোগাচ্ছে আফগানস্তানকে। তিন ম্যাচ খুলে এখনও পয়েন্ট তালিকায় খাতা খোলেনি আফগানিস্তান।



@endif