ICC World Cup 2019: বাংলাদেশের ক্রীড়াসূচি- স্কোয়াড, ইতিহাস
প্রথমবার আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ খেলে ১৯৯৯ সালে। পাকিস্তানকে হারিয়ে সেই বিশ্বকাপে চমকে দেয় বাংলাদেশ।
প্রথমবার আইসিসি বিশ্বকাপ (ICC World Cup)-এ বাংলাদেশ (Bangladesh) খেলে ১৯৯৯ সালে। পাকিস্তানকে হারিয়ে সেই বিশ্বকাপে চমকে দেয় বাংলাদেশ। যে পাকিস্তান (Pakistan) সেবার ফাইনালে খেলেছিল। প্রথমবার টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পেয়ে ২০০৩ বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু সেই বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে একটাও জিততে পারেনি বাংলাদেশ। কানাডা প্রথমবার খেলতে নেমেও বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ভারতকে গ্রুপ লিগে হারিয়ে বিদায় করে বড় চমক দিয়েছিল বাংলাদেশ। সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকে হারালেও অবশ্য সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। ২০১১ বিশ্বকাপ (2011 ICC World Cup) নিজেদের দেশের মাটিতে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেবার ইংল্যান্ডকে হারালেও শুরুতেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপটা স্মরণীয় ছিল বাংলাদেশের। ইংল্যান্ডকে হারিয়ে নাটকীয় কায়দায় কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলার বাঘেরা। কোয়ার্টার ফাইনালে ভারতকে চাপে রেখেও অবশ্য পদ্মাপাড়ের দেশ হেরে গিয়েছিল।
বিশ্বকাপে বাংলাদেশের ক্রীড়াসূচি (Schedule Of Bangladesh in World Cup 2019)
দক্ষিণ আফ্রিকা, ২ জুন, ওভাল
নিউজিল্যান্ড , ৫ জুন, ওভাল
ইংল্যান্ড, ৮ জুন, কার্ডিফ
শ্রীলঙ্কা, ১১ জুন, ব্রিস্টল
ওয়েস্ট ইন্ডিজ, ১৭ জুন, টনটন
অস্ট্রেলিয়া, ২০ জুন, ট্রেন্ট ব্রিজ
আফগানিস্তান, ২৪ জুন, সাউদাম্পটন
(সব ম্যাচগুলি শুরু দুপুর ৩টে থেকে)
স্কোয়াড (Bangladesh Squad for World Cup 2019)
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস , মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, শফিউল ইসলাম , মাশরাফি বিন মোর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, নঈম হাসান ও মহাম্মদ সাইফউদ্দিন ।