IPL Auction 2025 Live

Champions Trophy: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মুখ খুলল আইসিসি

যবে থেকে ঘোষণা হয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) হোস্ট পাকিস্তান, তবে থেকে নানান জল্পনা শুরু হয়েছে। আদৌ কি ভারত পাকিস্তানে খেলতে যাবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ICC World Cup Trophy। (Photo Credits: Twitter)

দুবাই, ২৩ নভেম্বর: যবে থেকে ঘোষণা হয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) হোস্ট পাকিস্তান, তবে থেকে নানান জল্পনা শুরু হয়েছে। আদৌ কি ভারত পাকিস্তানে খেলতে যাবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এত জল্পনার মাঝে এবার মুখ খুলল ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বারক্লে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে দলগুলোর পাকিস্তানে খেলতে যেতে কোনও সমস্যা হবে না। আমরা গত কয়েক সপ্তাহ ধরে সব দিক বিবেচনা করেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি বুঝতাম ওখানে সমস্যা আছে, তা হলে খেলা দিতাম না। ২০২৫ সাল এখনও দেরি আছে। আশা করব পাকিস্তান তার মধ্যে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করে ফেলতে পারবে। আমরা আত্মবিশ্বাসী পাকিস্তান ভাল ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারবে।’’

বারক্লের সংযোজন, ‘‘ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নতুন করে চালু করার ব্যাপারটা সত্যিই বড় চ্যালেঞ্জ। যেখানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে, সেখানে আমাদের খুব বেশি কিছু করার নেই। এটুকু আশা করতে পারি, ক্রিকেটের মধ্যে দিয়ে যেন দুই দেশের সম্পর্ক ভাল হয়।’’আরও পড়ুন: শেষ বলে নওয়াজের বাউন্ডারিতে ৩-০, টি২০-তে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অন্যদিকে, শুধু নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ (White Wash) করাই নয়! এই জয়ের ফলে এক অনন্য নজির গড়ল টিম ইন্ডিয়া (Team India)। টি-২০ ক্রিকেটে আইসিসি’র সব পূর্ণ সদস্য দেশের তুলনায় এই ফর্ম্যাটে হেড-টু-হেডে হারের থেকে বেশি জয়ের (Win) স্বাদ পেয়েছে ভারত। অর্থাৎ জয়ের নিরিখে সব দেশকে পিছনে ফেলেছে ভারত। আর এই সিরিজের আগে ভারতের থেকে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু ইডেন ম্যাচের পর সব অঙ্কই বদলে গেল। এবার সব দেশের থেকে টি-২০ ক্রিকেটে জয়ের নিরিখে সব দেশকে পিছনে ফেলল টিম ইন্ডিয়া।