IPL 2022: মার্চের শেষ সপ্তাহে শুরু আইপিএল, চলবে মে-র শেষ পর্যন্ত: জয় শাহ

১৫তম আইপিএল শুরু হবে মার্চের শেষ সপ্তাহ থেকে। চলবে মে মাসের শেষ পর্যন্ত। এমন কথাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই চেয়েছে ভারতেই খেলা হোক এবারের আইপিএল।

Jay Shah (Photo Credits: IANS)

মুম্বই, ২২ জানুয়ারি: ১৫তম আইপিএল (IPL 15) শুরু হবে মার্চের শেষ সপ্তাহ থেকে। চলবে মে মাসের শেষ পর্যন্ত। এমন কথাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই চেয়েছে ভারতেই খেলা হোক এবারের আইপিএল। এমনটাই জানিয়েছে জয় শাহ। আইপিএলের নিলামের জন্য গোটা বিশ্বের মোট ১২১৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন। নথিভুক্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে ৮৯৬ জন ভারতীয়, ৩১৮ জন বিদেশী। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে মেগা নিলাম।

দেখুন টুইট

বোর্ড সূত্রে খবর দেশের বিভিন্ন শহরে নয়, শুধুমাত্র মুম্বইয়ের ওয়াংখেড়ে, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার- স্টেডিয়ামেই আয়োজিত হবে আইপিএল। বোর্ডের এক শীর্ষ কর্তা এমন কথাই জানিয়েছেন। দেশের এক সংবাদমাধ্যমে প্রকাশ, আগামী ২৭ মার্চ থেকে মুম্বইয়ে আয়োজিত হবে আইপিএল। মোটের ওপর এমন সিদ্ধান্তই হয়েছে বলে খবর। তবে এমনও শোনা যাচ্ছে মুম্বইয়ের পাশপাশি প্রয়োজন হলে পুণেতেও কিছু ম্যাচ রাখা হতে পারে।

দর্শক ছাড়াই আইপিএল আয়োজিত হবে সেটা মোটামুটি নিশ্চিত। যদিও আগামী দিনে দেশে করোনা পরিস্থিতি কেমন থাকে তার ওপরও অনেক কিছু নির্ভর করবে বলে জানানো হয়েছে। শোনা যাচ্ছে কিছু ফ্র্যাঞ্চাইজি ভারতের বাইরে সংযুক্ত আরবআমিরশাহি, দক্ষিণ আফ্রিকাতেও আইপিএল আয়োজিত হলে অসুবিধা নেই বলে জানিয়েছে।