UEFA Europa League Final Live Streaming Online: কোথায়, কখন দেখবেন ম্যানচেস্টার ইউনাইটেড-বিয়ারিয়ালের ফাইনাল ম্যাচ

আজ, বুধরাত রাতে ইউরোপা লিগার ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড- বিয়া রিয়াল। ইউরোপা লিগের ৫০ তম ফাইনাল এবার। একদিকে, ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াই।

ডান্সক, ২৬ মে: আজ, বুধরাত রাতে ইউরোপা লিগার ফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)- বিয়ারিয়াল (Villarrearl)। ইউরোপা লিগের ( UEFA Europa League) ৫০ তম ফাইনাল এবার। একদিকে, ইংল্যান্ডের ঐতিহ্যের লড়াই। অন্যদিকে, স্প্যানিশ আধুনিকতার ইতিহাস স্পর্শের হাতছানি। এই প্রথম কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে খেলছে হলুদ সসাবেমিরন হিসেবে বিয়া রিয়াল। অন্যদিকে, অষ্টম ইউরোপিয়ান ফাইনালে লাল ম্যানচেস্টার বাহিনীর সামনে লড়াই গৌরব ফেরানোর। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কখন কীভাবে দেখতে পাবেন এই ম্যাচ। আরও পড়ুন: Tokyo Olympics: সেনাবাহিনীর ডাক্তার-নার্সদের সাহায্যেই অলিম্পিক আয়োজন করতে চায় জাপান

ভারতীয় সময় কখন শুরু হবে এই ফাইনাল

উয়েফা ইউরোপা লিগা ফাইনাল ম্যাচ ভারতীয় সময় বুধবার, রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। (Wednesday mid-night)

কোন টিভি চ্যানেলে সরসারি দেখা যাবে এই ম্যাচ

সোনি টেন টু, সোনি টেন থ্রি এস ও এইচডি-তে সরাসরি দেখা যাবে ম্যাচ।

লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে

সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।

কোন স্টেডিয়ামে হবে এই ম্যাচ

পোল্যান্ডের ডান্স শহরের মিয়েজস্কি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

স্টেডিয়ামে দর্শক থাকবে কী?

দশ হাজারের কাছাকাছি দর্শক থাকবেন স্টেডিয়ামে।

দুই দল ফাইনালে কীভাবে

সেমিফাইনালে এএস রোমাকে দু লেগের সাক্ষাতে ৮-৫ হারিয়ে খেতাবি লড়াইয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, আর্সেনালকে ২-১ হারিয়ে ফাইনালে ওঠে বিয়া রিয়াল। কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে গ্রানাডাকে হারায় লাল ম্যানচেস্টার। অন্যদিকে, ডায়নামো জাগরেভকে ৩-১ গোলে হারায় বিয়ারিয়াল।

কারা এগিয়ে

এই ধরনের হাইপ্রোফাইল ম্যাচ স্নায়ুর লড়াই। ধারেভারে অনেকটাই এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচ একা হাতে বের করে নেওয়ার মত ক্ষমতা স্কোলজায়েরের প্রশিক্ষণে খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের আছে। তবে এই ধরনের ম্যাচেই তথাকথিত ছোট দলের খেলোয়াড়রা জ্বলে ওঠে। ইতিহাস প্রমাণ আছে এমন ধরনের ম্যাচে আন্ডারডগরা চমকে দেয়। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা অবশ্য তেমন কিছু চাইবেন না।