Brazil vs Argentina Live Streaming: ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচ সরাসরি কোথায়, কখন, কীভাবে দেখবেন
কোপা আমেরিকার ফাইনালে দেশের মাটিতে আর্জেন্টিনার কাছে হারের প্রায় দু মাস পর শোধ তোলার সুযোগ ব্রাজিলের। অন্যদিকে, দীর্ঘদিন পর কোনও টুর্নামেন্ট জিতে নামছে আর্জেন্টিনা। আজ, রবিবার রাতে (ভারতীয় সময়) ২০২২ বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। কোপাতে হারলেও দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে ওঠার যোগ্যতা নির্ণয়ক ম্যাচগুলিতে অপ্রতিরোধ্য দেখাচ্ছে নেইমারদের।
সাও পাওলো, ৫ সেপ্টেম্বর: কোপা আমেরিকার ফাইনালে দেশের মাটিতে আর্জেন্টিনার (Argentina Football Team) কাছে হারের প্রায় দু মাস পর শোধ তোলার সুযোগ ব্রাজিলের (Brazil Football Team)। অন্যদিকে, দীর্ঘদিন পর কোনও টুর্নামেন্ট জিতে নামছে আর্জেন্টিনা। আজ, রবিবার রাতে (ভারতীয় সময়) ২০২২ বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে (2022 FIFA World Cup qualifiers)
মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। কোপাতে হারলেও দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপে ওঠার যোগ্যতা নির্ণয়ক ম্যাচগুলিতে অপ্রতিরোধ্য দেখাচ্ছে নেইমার (Neymar)-দের। সাতটা ম্যাচ খেলে সাতটাই কার্যত অনায়াসে জিতেছে ব্রাজিল।
অন্যদিকে, আর্জেন্টিনা ৭টা খেলে জিতেছে ৪টি-তে। যদিও ব্রাজিলের মত আর্জেন্টিনাও অপরাজিত রয়েছে। প্রথম লেগে সব দল ৯টা করে ম্যাচ। প্রতিটি দল একে অপরের সঙ্গে দু বার করে খেলার পর পয়েন্ট তালিকায় প্রথম চারটি স্থানে থাকা দল সরাসরি কাতারের টিকিট কেটে ফেলবে। আরও পড়ুন: কীভাবে দেখবেন ভারত-নেপাল ফুটবল ম্যাচ
আজ, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত লিওনেল মেসি ( Lionel Messi)। শোনা যাচ্ছে মেসির চোট আছে। যদিও আর্জেন্টিনা শিবিরের আশা মেসি ফিট হয়ে নামবেন। আর্জেন্টিনা গত ২১টা আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত আছে। ব্রাজিল সেখানে কাতার বিশ্বকাপের যোগ্যতাপর্বে ৬টা ম্যাচে কোনও গোল খায়নি। যোগ্যতাপর্বে ৭টা ম্যাচ খেলে ব্রাজিল ১৭টা গোল করেছেন, ২টি গোল হজম করেছে।
কখন, কোথায় হবে ফিফা বিশ্বকাপের যোগ্যতাপর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ?
ব্রাজিলের সাও পাওলোর অ্যারিনা করোনিথিনাসে (Corinthians Arena), ভারতীয় সময় রাতে সাড়ে ১২ টা থেকে শুরু হবে এই ম্যাচ।
কোন ভারতীয় টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ
ভারতের কোনও টিভি চ্যানেলেই সরাসরি দেখানো হবে না এই খেলা।
অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ
দুই দেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। পাশাপাশি ইউ টিউবে লাইভ ফুটবলের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে এই খেলা।
ব্রাজিল, আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতাপর্বে কোন জায়গায় দাঁড়িয়ে
ব্রাজিল আছে পয়েন্ট তালিকায় শীর্ষে। ৭ ম্যাচের ৭টিতে জিতে ২১ পয়েন্ট সংগ্রহ করে। আর আর্জেন্টিনা আছে দু নম্বরে। মেসিরা ৭টা ম্যাচ খেলে ৪টি-তে জিতে, ৩টি ড্র করে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।