India vs New Zealand Test Series: ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে কী কী রেকর্ড হলো দেখুন

বিরাট ব্যবধানে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম টেস্ট কোনও রকমে নিউজিল্যান্ডের টেলেন্ডাররা বাঁচিয়ে দিলেও দ্বিতীয় টেস্টে তা ধোপেও টিকল না।

Team India (Photo Credits: Getty Images)

মুম্বই, ৬ ডিসেম্বর: বিরাট ব্যবধানে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম টেস্ট কোনও রকমে নিউজিল্যান্ডের টেলেন্ডাররা বাঁচিয়ে দিলেও দ্বিতীয় টেস্টে তা ধোপেও টিকল না। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের কাছে মাত্র ৬২ রানে শেষ হয় কিউইরা। আর দ্বিতীয় ইনিংসে সামান্য ভদ্রস্থ স্কোর করতে সক্ষম হয় নিউ জিল্যান্ড। কিন্তু হারতে হয়েছে ৩৭২ রানে। ভারত অধিনায়কের কথায় দ্বিতীয় টেস্টে ভারত ক্লিনিক্যাল পারফরম্যান্স করেছে।

আর এই টেস্ট সিরিজে অসাধারণ কিছু রেকর্ড (Test Records) হয়েছে। উল্লেখযোগ্য সেই রেকর্ডগুলো কী কী দেখে নেওয়া যাক এক নজরে- আরও পড়ুন: 

মুম্বইয়ে জিতে সিংহাসন ফিরে পেলেন কোহলিরা, কিউইদের টপকে আইসিসি টেস্ট Ranking-এ শীর্ষে উঠে এল ভারত

১) প্রথম টেস্টে শ্রেয়াস আইয়ার প্রথম ভারতীয় হিসেবে টেস্টে প্রথম ইনিংসে শতরান এবং দ্বিতীয় ইনিংশে অর্ধ শতরান করেছেন।

২) রবিচন্দন অশ্বিন হরভজন সিংকে টপকে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন।

৩) অশ্বিনই এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এবং দেশের মাটিতে ৩০০ উইকেট শিকারির তালিকায় নাম লিখেছেন।

৪) এজাজ পাটেল তৃতীয় ক্রিকেটার যিনি ১০ উইকেট নিয়েছেন একাই। আবার দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়ে ভেঙেছেন ইয়ান বোথামের রেকর্ড।

৫) দেশের মাটিতে টানা ১৪ সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

৬) নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ক্রমতালিকায় ১ নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া।