৪০০ মিটারে হিমা-র এই সোনালী দৌড়ের ভিডিওটা সেভ করে রাখুন (দেখুন হিমার গত ১৮দিনে পঞ্চম সোনালী দৌড়)

সোনার মেয়ে হিমা দাসের (Hima Das) সোনালি দৌড় অব্যাহত। আন্তর্জাতিক মঞ্চে সোনা জেতাটা অভ্যাস করে ফেলেছেন অসমের ১৯ বছরের তারকা স্প্রিন্টার হিমা। গতকাল চেক প্রজাতন্ত্রে অ্যাথলেটক্স মিট ২০১৯-এ ৪০০ মিটারে সোনা জেতেন হিমা।

সোনার মেয়ে হিমা দাস। (Photo Credits: Getty)

সোনার মেয়ে হিমা দাসের (Hima Das) সোনালি দৌড় অব্যাহত। আন্তর্জাতিক মঞ্চে সোনা জেতাটা অভ্যাস করে ফেলেছেন অসমের ১৯ বছরের তারকা স্প্রিন্টার হিমা। গতকাল চেক প্রজাতন্ত্রে অ্যাথলেটক্স মিট ২০১৯-এ ৪০০ মিটারে সোনা জেতেন হিমা। নোভ মেস্টো নাড মেটুজি গ্র্যান্ড প্রিক্স নামের এই মিটে হিমা সোনা জিততে সময় নেন ৫২.০৯ সেকেন্ড।

চলতি বছর হিমা-র এটি ৪০০ মিটারে দ্বিতীয় সেরা সময়। গত বুধবারই চেজ প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন হিমা। এখন দেখে নিন গতকাল চেক প্রজাতন্ত্রে ৪০০ মিটারে হিমার সোনালী দৌড়--আরও পড়ুন-২১শে-র ভিড়ে শহর সরগরম

এখন দেখে নিন গত ১৮ দিনের মধ্যে হিমা কোথায় কোথায় সোনা জিতেছেন- ২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স মিটে ২৩.৬৫ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জেতেন হিমা। দ্বিতীয় সোনার পদকটি হিমা জেতেন ৭ জুলাই পোল্যান্ডেই কুতনো অ্যাথলেটিক্স মিটে দ্বিতীয় ২০০ মিটার দৌড়ে। চেজ প্রজাতন্ত্রে ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার দৌড়ে হিমা জেতেন তৃতীয় সোনা। ১৭ জুলাই, বুধবার চেজ প্রজাতন্ত্রের টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে আরও একটি সোনা জিতলেন হিমা। আর গতকাল চেক প্রজাতন্ত্রের মিটে ৪০০ মিটারে সোনা জিতে পাঁচটা প্রথম পদক জেতা হয়ে গেল হিমার।

এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়া গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনা জিতেছেন হিমা। এছাডা় ১৮ বছর বয়সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিশ্ব চ্যাম্পিয়নশিপের( অনূর্ধ্ব-২০) ৪০০ মিটার বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন হিমা।