IPL Auction 2025 Live

Team india: আয়ারল্যান্ড সিরিজে দেশের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া, বাদ পন্থ, প্রথমবার জাতীয় দলে রাহুল ত্রিপাঠি

গুজরাট টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই ভেবেছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

Hardik Pandya (Photo Credit: ANI/Twitter)

মুম্বই, ১৫ জুন: গুজরাট টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই ভেবেছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু না, হার্দিককে নয় লোকেশ রাহুলকে নেতৃত্ব দেওয়া হয়েছিল। সিরিজ শুরুর মুখে রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেও দেশের অধিনায়ক হিসেবে হার্দিককে ভাবা হয়নি।

লোকেশ রাহুলের পরিবর্তে ঋষভ পন্থকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে খারাপভাবে হারের পর পন্থের ওপর কোপ পড়ল। ব্যাটে রান না থাকায়, অধিনায়কত্ব তো বটেই ২৬ জুন থেকে শুরু হতে চলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু ম্যাচের টি-২০ সিরিজে বাদ পড়লেন পন্থ। পন্থের পরিবর্তে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হল। পন্থের মতই বাদ পড়লেন কেকেআর অধিনায়ক  শ্রেয়স আইয়ার। তাঁর বদলে  স্কোয়াডে ফিরলেন সূর্যকুমার যাদব।

আর আইরিশ সিরিজে প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন হার্দিক। সহ অধিনায়ক করা হয়েছে ভুবনেশ্বর কুমারকে। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন রাহুল ত্রিপাঠি। কেকেআর-এর প্রাক্তনী এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ খেলেন। দলে নেওয়া হল অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার-কেও। আরও পড়ুন: টেস্ট ব্যাটিংয়ে সিংহাসনে ফিরলেন জো রুট, কোহলি নামতে নামতে দশে

দেখুন টুইট

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে স্কোয়াড

ইষান কিষাণ, ঋতুরাজ গায়কোয়েড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, রবী বৈষ্ণই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), হর্ষল প্যাটেল, আবেশ খান, আর্শদীপ সিং, উমরন মালিক।

ভারতের আয়ারল্যান্ড সফরের ক্রীড়়াসূচি

প্রথম টি-২০: ২৬ জুন (রবিবার)

দ্বিতীয় টি-২০: ২৮ জুন