Hardik Pandya: আজ খেলছেন না বিরাট-রোহিত, নেতৃত্বে হার্দিক পান্ডিয়া, খেলছেন সঞ্জু-অক্ষর
বার্বাডোজে আজ, শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।
বার্বাডোজে আজ, শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা এই ম্য়াচে বিশ্রাম নিচ্ছেন। বিরাট কোহলিকেও বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতের পরিবর্তে বার্বাডোজে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দেশকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিত ও বিরাটের জায়গায় এদিন খেলছেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। বিরাট কোহলি চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেললেও দলের পাঁচ উইকেট পড়ে গেলেও ব্যাট করতে নামেননি।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোপ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। কোয়ালিফায়ার রাউন্ডে হারায় এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না ক্যারিবিয়ানদের। আরও পড়ুন-মেসিদের পর এবার বিশ্বকাপে ব্রাজিলকে হারালেন কোচ রেনার্ড, মার্তাদের বিরুদ্ধে দারুণ জয় ফরাসি মহিলাদের
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে হার্দিককে নেতৃত্ব দিতে দেখা যাবে।
দ্বিতীয় ওয়ানডে-তে ভারতের একাদশ- শুবমন গিল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, উমরন মালিক।