Kalinga Super Cup 2025 Schedule: একনজরে জেনে নিন কলিঙ্গ সুপার কাপ ২০২৫ টুর্নামেন্টের সব খুঁটিনাটি
রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলো হবে ২০, ২১, ২৩ ও ২৪ এপ্রিল। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ২৬ ও ২৭ এপ্রিল। সেমিফাইনাল হবে ৩০ এপ্রিল, এরপর ফাইনাল হবে ৩ মে। ফাইনাল ছাড়া যে কোনো নকআউট রাউন্ডে নির্ধারিত সময়ের শেষে ড্র হলে ম্যাচগুলো সরাসরি পেনাল্টিতে যাবে
Kalinga Super Cup 2025: সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) আনুষ্ঠানিকভাবে কলিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025)-এর সূচি প্রকাশ করেছে। আগামী ২০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সুপার কাপের সব ম্যাচই হবে ঐতিহাসিক কলিঙ্গ স্টেডিয়ামে সরাসরি নকআউট ফরম্যাটে। এখানে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ১৩টি এবং আই লিগের (I-League) ৩টি ক্লাব শিরোপার জন্য লড়বে। এই বছরের ফর্ম্যাটটি সিঙ্গেল এলিমিনেশন সিস্টেমের। ২০২৪-২৫ আইএসএল মরসুমে তাদের ফাইনাল অবস্থানের ভিত্তিতে, দলগুলিকে বাছাই করা হয়েছে। আই লিগের তিন প্রতিনিধি হল চার্চিল ব্রাদার্স (Churchill Brothers), ইন্টার কাশী (Inter Kashi) এবং গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। তারা খেলবে আইএসএলের দল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), এফসি গোয়া (FC Goa) এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আজ, বুধবার (৯ এপ্রিল) ড্রয়ের মধ্য দিয়ে এসব ম্যাচ ফাইনাল করা হবে। Mohun Bagan Super Giants vs Jamshedpur FC: সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মোহনবাগানের খেলা দেখতে যুবভারতীতে ঋষভ পন্থ, দেখুন সেই ছবি
কলিঙ্গ সুপার কাপ ২০২৫ টুর্নামেন্টের সূচি
রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলো হবে ২০, ২১, ২৩ ও ২৪ এপ্রিল। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ২৬ ও ২৭ এপ্রিল। সেমিফাইনাল হবে ৩০ এপ্রিল, এরপর ফাইনাল হবে ৩ মে। ফাইনাল ছাড়া যে কোনো নকআউট রাউন্ডে নির্ধারিত সময়ের শেষে ড্র হলে ম্যাচগুলো সরাসরি পেনাল্টিতে যাবে। ফাইনালে প্রয়োজনে অতিরিক্ত সময় দেওয়া হবে। এরপরও ডেডলক ভাঙতে না পারলে পেনাল্টি দেওয়া হবে। ২০২৫ কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়ন দল ২০২৫-২৬ মরসুমের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রিলিমিনারি রাউন্ডে (AFC Champions League Two Preliminary Round) জায়গা করে নেবে। ২০২৪ সালের ফাইনালে ওড়িশা এফসিকে হারিয়ে গত বছরের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি তাদের মুকুট রক্ষার লক্ষ্যে টুর্নামেন্টে নামবে। এছাড়া অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছে ওড়িশা এফসি (২০২৩), এফসি গোয়া (২০১৯) এবং বেঙ্গালুরু এফসি (২০১৮)।
#ড্র ঘোষণা হলে কলিঙ্গ সুপার কাপের সূচি আপডেট করে দেওয়া হবে।
##কলিঙ্গ সুপার কাপ ২০২৫ কোথায় দেখানো হবে সেটার এখনও কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)