SC East Bengal vs Bengaluru FC, ISL 2020–21 Live Streaming: কোথায়, কখন দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচের সরাসরি সম্প্রচার?

আজ আইএসএল ২০২০-২১ এর ম্যাচ হবে বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্ট বেঙ্গল। মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি গোয়ার ভাস্কো দা গামায় তিলক ময়দানে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সন্ধে সাড়ে ৭ টায় ম্যাচটি শুরু হবে। এফসি গোয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আইপিএলে অংশগ্রহণ করা নতুন দল এসসি ইস্ট বেঙ্গল। গোটা মরসুমে এসসি ইস্ট বেঙ্গলের তেমন ভালো ফল করতে পারেনি। আগের নয়টি ম্যাচে মাত্র একবার পরাজিত হয়ে এখনও পেনিয়ালমেটে অবস্থানে করছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি সাতটি ম্যাচে পরাজিত হয়। ব্লুজ এখনও পর্যন্ত ১৪ টি ম্যাচ থেকে ১৫ পয়েন্ট অর্জন করেছে।

বেঙ্গালুরু এফসি (Photo Credits: Twitter/Bengaluru FC)

আজ আইএসএল ২০২০-২১ ( ISL 2020–21) এর ম্যাচ হবে বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Bengaluru FC)। মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি গোয়ার ভাস্কো দা গামায় তিলক ময়দানে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সন্ধে সাড়ে ৭ টায় ম্যাচটি শুরু হবে। এফসি গোয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আইপিএলে অংশগ্রহণ করা নতুন দল এসসি ইস্টবেঙ্গল। গোটা মরসুমে এসসি ইস্ট বেঙ্গলের তেমন ভালো ফল করতে পারেনি। আগের নয়টি ম্যাচে মাত্র একবার পরাজিত হয়ে এখনও পেনিয়ালমেটে অবস্থানে করছে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি সাতটি ম্যাচে পরাজিত হয়। ব্লুজ এখনও পর্যন্ত ১৪ টি ম্যাচ থেকে ১৫ পয়েন্ট অর্জন করেছে।

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ কখন আছে?

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার হবে।

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ কোথায় হবে?

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে।

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ কখন শুরু হবে?

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়।

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

বেঙ্গালুরু এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে