Sadio Mane Tests Positive for COVID-19: করোনা আক্কান্ত লিভালপুলের ফরোয়ার্ড সাদিও মানে

করোনা (COVID-19) আক্রান্ত লিভালপুলের (Liverpool) ফরোয়ার্ড সাদিও মানে (Sadio Mane)। ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। তাঁর হালকা উপসর্গ আছে। তিনি আইসোলেশনে রয়েছেন। এই সপ্তাহে, এনিয়ে দুজন লিভারপুলের প্লেয়ার করোনা আক্রান্ত হলেন। এর আগে থিয়াগো আলকানতারাও করোনা আক্রান্ত হন।

Sadio Mane (Photo Credits: Twitter)

করোনা (COVID-19) আক্রান্ত লিভালপুলের (Liverpool) ফরোয়ার্ড সাদিও মানে (Sadio Mane)। ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। তাঁর হালকা উপসর্গ আছে। তিনি আইসোলেশনে রয়েছেন। এই সপ্তাহে, এনিয়ে দুজন লিভারপুলের প্লেয়ার করোনা আক্রান্ত হলেন। এর আগে থিয়াগো আলকানতারাও করোনা আক্রান্ত হন।

দিন কয়েক আগেই অ্যানফিল্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারাল ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সাদিও মানে। ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে রক্ষণের ভূলে গোল হজম করে লিভারপুল। ল্যাকাজেত্তের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে গোল হজম করার ৩ মিনিটের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে যুরগেন ক্লপের ছেলেরা। সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান।আরও পড়ুন: IPL 2020: জৈব সুরক্ষা বলয় ভাঙলে বহিষ্কার, হতে পারে জরিমানাও; দলগুলিকে জানিয়ে দিল বিসিসিআই

এই অভূতপূর্ব পরিস্থিতির কারণে সাদিও ম্যান সপ্তাহান্তে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে পারবেন না। যদিও গুজব ছিল যে মানে সহ ৬ লিভারপুল খেলোয়াড়ের করোনার উপসর্গ দেখা গেছে। তবে ক্লাব এ সম্পর্কে কোনও কিছু জানায়নি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, বিশ্বজুড়ে ৩৪.৪ মিলিয়নেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখেরও বেশি



@endif